দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করতে চান মাহবুব

দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করতে চান মাহবুব
মোঃ মাহবুব উর রহমান সরকার

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ মাহবুব উর রহমান সরকার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

সোমবার দুপুরে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, কুমিল্লার কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

আসন্ন উপ-নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশা করে তিনি বলেন, দেবিদ্বারের জনগনের পাশে থেকে এলাকার উন্নয়ন করতে তিনি বদ্ধপরিকর। নির্বাচনে নিজেকে যোগ্য প্রার্থী বলেও দাবি করেন তিনি।

মোঃ মাহবুব উর রহমান সরকার বলেন, নৌকা প্রতীকে জনপ্রতিনিধি হলে দেবিদ্বারকে অপরাধমুক্ত, সুশিক্ষিত হিসাবে গড়ে তুলতে নিজেকে নিয়োজিত করবেন।

আজীবন বঙ্গবন্ধুর আদর্শের নীরব ধারক উল্লেখ করে বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা আর প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নত বাংলাদেশের রূপরেখায় আমি আপনাদের দৃঢ কণ্ঠে আশ্বস্ত করতে চাই, অপরাধমুক্ত সুশিক্ষিত সমাজ গড়ার লক্ষে আমি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুুত।’

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘মাদার অব হিউম্যানিটি জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা উপহার দেবেন, আমার এ বিশ্বাস ও যোগ্যতা আছে।’ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য যে সোনার মানুষ প্রয়োজন, আমি কথা দিচ্ছি আপনারা আমাকে সেই সোনার মানুষ হিসাবে পাবেন - কথায় নয়, কাজেও।’

তিনি বলেন, যোগ্যতা বিবেচনায় আওয়ামী লীগ তাঁকে স্বাগত জানাবে।‘জাতির জনক বঙ্গবন্ধুর চেতনার আওয়ামীলীগ আমার প্রেরণার বাতিঘর এবং আমার পথচলার শক্তি। অশিক্ষা আর অপরাধ প্রবণতা আমাদের এ জনপদকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। যদিও জননেত্রী শেখ হাসিনার দেশ প্রেমিক সরকার এ খাতে উন্নয়ননের জন্য ব্যাপক বরাদ্দ এবং কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছেন। এমন কঠিন পরিস্থিতিতে শিক্ষা ক্ষেত্রে চৌকস ও মেধাবী, ব্যবসা ক্ষেত্রে সফল ব্যক্তি হিসেবে এবং বঙ্গবন্ধুর মহান আদর্শের উত্তরসূরী হিসেবে চুপ করে বসে থাকা আমার বিবেকের কাছে সমীচীন বলে মনে হচ্ছে না। আমি আশা করি, জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা উপহার দিবেন, এ বিশ্বাস এবং যোগ্যতা আমার আছে। ‘উন্নয়নে দেশ এগিয়ে গেলেও দেবিদ্বারের সার্বিক উন্নয়ন হয়নি। তাই এলাকাবাসীর কথা চিন্তা করে মাটি ও মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই।’

তিনি বলেন, আল্লাহ আমাকে যে সামর্থ্য যোগ্যতা সাহস এবং ত্যাগের শক্তি দিয়েছেন তা আমি পুরোপুরি কাজে লাগিয়ে দেবিদ্বারবাসীর নীরব কান্না মুছে দিতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। এক্ষেত্রে আপনাদের ঐকান্তিক সহযোগিতা প্রয়োজন। আমি এলাকাবাসীর জন্য কিছু করতে চেয়েছি, যার মাধ্যমে দেশের তথা জাতির মুখ বিশ্বের দরবারে উজ্জ্বল করতে পারবো।

সরাসরি রাজনীতির অথবা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত কিনা– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ আমি স্কুল জীবন থেকে সরাসরি রাজনীতির সাথে জড়িত , তাছাড়া আমি বা আমার পরিবার মনে প্রাণে আওয়ামী লীগের। আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক। আমার অন্তরে সবসময় বঙ্গবন্ধু ছিলেন। বঙ্গবন্ধু আছেন।

উল্লেখ্য গত ০৩ ডিসেম্বর ২০২০ তারিখে দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নুল আবেদীন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরন করলে চেয়ারম্যান পদটি শুন্য হয়।