বাংলাদেশ প্রতিবেশীদের মধ্যে সবার আগে : প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ভারত সহকারী হাইকমিশনার

বাংলাদেশ প্রতিবেশীদের মধ্যে সবার আগে : প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে  ভারত সহকারী হাইকমিশনার
বাংলাদেশ প্রতিবেশীদের মধ্যে সবার আগে : প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ভারত সহকারী হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক ।।

ভারত এক বছরে ২ লাখ ৩০ হাজার বাংলাদেশিকে ভিসা দেয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রামে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জী । আগের বছর এর সংখ্যা ছিল ১ লাখ ৯০ হাজার। ভিসা দেয়ার ক্ষেত্রে এটি একটি রেকর্ড। শুধু ভিসা দেয়ার রেকর্ডই নয়, ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেও এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক ভালো উচ্চতায় রয়েছে।

তিনি বলেন, একসঙ্গে দু’দেশের উন্নতিই ভারতের লক্ষ্য। সম্পর্কের ক্ষেত্রে ভারতের কাছে প্রতিবেশী আগে, আর প্রতিবেশীদের মধ্যে বাংলাদেশ সবার আগে।

তিনি গতকাল রোববার রাতে নগরীর রেডিসন ব্লু হোটেলে ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত সুদৃঢ় ও বহুমুখী। নিরাপত্তা ও সীমান্ত ব্যবস্থাপনা, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি উন্নয়ন প্রকল্প, সংস্কৃতি ও মানুষে মানুষে সম্পর্ক সবদিকে সম্পর্কের দীপ্তি প্রকাশিত হচ্ছে।

অনিন্দ্য ব্যানার্জী আরও বলেন, প্রতিবেশী হিসেবে আমাদের মধ্যে কিছু সমস্যা থাকতে পারে। সেগুলো আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। আমরা আলোচনার মাধ্যমে বহুদিনের অমিমাংসিত ছিটমহল সমস্যার সমাধান করেছি। বাকি সমস্যাও আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে পারব। এখন আমাদের কাজ হচ্ছে বন্ধুত্বের বন্ধনকে সুদৃঢ় করে সামনের দিকে এগিয়ে যাওয়া।

অনুষ্ঠানে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ভারত আমাদের অকৃত্রিমভাবে সহযোগিতা দিয়েছে। শুধু সামরিক সহযোগিতায় নয়, এদেশের এক কোটি জনগণকে আশ্রয় দিয়েছিল ভারত। দেশটির মহান নেত্রী ইন্দিরা গান্ধীর বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের প্রতি অকৃত্রিম ভালোবাসা অবিস্মরণীয়। স্বাধীনতা যুদ্ধের সময় থেকে বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে ঐক্যের যে সূচনা হয়েছে, আশা করি তা অব্যাহত থাকবে।

অনিন্দ্য ব্যানার্জী পত্নী রুনা ব্যানার্জির সঞ্চালনায় অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ড. অনুপম সেন, সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী, আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী, কুজেন্দ্রলাল ত্রিপুরা, ওয়াসিকা আয়শা খান ও খাদিজাতুল আনোয়ার সনি, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান, চবি উপাচার্য ড. শিরীণ আখতার, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, কঙবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।