তুরস্ক রোহিঙ্গাদের শিবির নির্মাণের জন্য জমি চেয়েছে

আন্তর্জাতিক ডেস্ক ।।

তুরস্ক রোহিঙ্গাদের শিবির নির্মাণের জন্য জমি চেয়েছে
তুরস্ক রোহিঙ্গাদের শিবির নির্মাণের জন্য জমি চেয়েছে

তুরস্ক রোহিঙ্গাদের জন্য শরণার্থী শিবির নির্মাণে বাংলাদেশের কাছে জমি চেয়েছে ।

মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের ৭৪তম অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমি বরাদ্দের আবেদন করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ বুধবার এ তথ্য জানিয়েছে।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বাংলাদেশের কাছে জমি বরাদ্দের জন্য আবেদন করেছি যেমনটা আমরা তুরস্কে সিরিয়ার শরণার্থীদের জন্য করেছি। এগুলো বিশ্বের সবচেয়ে সেরা শিবির।’

তিনি বলেন, ‘আমাদের বিশ্বাস আন্তর্জাতিক সম্প্রদায়ও রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোর সমস্যা লাঘব করতে বাংলাদেশের ভার ভাগ করে নিতে আরো অনেক বেশি কাজ করবে।’

গত বছরের আগস্টে রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযানে নামে মিয়ানমারের সেনাবাহিনী। প্রাণে বাঁচতে এ পর্যন্ত সাত লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এ পর্যন্ত দুবার রোহিঙ্গাদের প্রত্যাবাসনের উদ্যোগ নিলেও তা ব্যর্থ হয়।