তীব্র তাপদাহ হঠাৎ , গরমে মানুষের জীবন অতিষ্ঠ

তীব্র তাপদাহ হঠাৎ , গরমে মানুষের জীবন অতিষ্ঠ

নিজস্ব প্রতিবেদক।।

রমজানের শুরুতে বৃষ্টির কারণে তাপমাত্রা সহনীয় পর্যায়ে ছিল। কিন্তু গত ক’দিনে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় গরমে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠছে। ফলে সবচেয়ে দুর্ভোগ শ্রমজীবী মানুষর। এই গরমের দিনে রাস্তার পাশে বিভিন্ন শরবত বিক্রি করলেও এখন রমজানের কারণে তা বিক্রি হচ্ছে না। রিকশা ফেলে সামান্য স্বস্তির আসায় রাস্তার একপাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় রিকশা চালকদের। তবে শীঘ্রই এই গরমের মধ্যে কোন সুখবর দিচ্ছে না আবহাওয়া অধিদপ্তর। আরো ৩-৪ দিন এই গরম অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে চট্টগ্রাম আবহাওয়া অফিস। অন্যদিকে এই গরমের কারণে জ্বর, সর্দি-কাশি ও ডায়রিয়া হতে পারে মানুষের। তাই এই সময়ে বাইরের খাবার বাদ দিয়ে ফলমূল ও ঘন ঘন পানি পান করতে বলেছেন চট্টগ্রামের সিভিল সার্জন। এই গরম অব্যাহত থাকলে আগামী ১৮-২০ তারিখের মধ্যে সমুদ্রে নিন্মচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন চট্টগ্রাম আবহাওয়া অফিস। চট্টগ্রাম আবহাওয়া অফিসের তথ্য মতে গত ক’দিনে তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া অফিসের সূত্র মতে, গত কয়েকদিনের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল গতকাল রবিবার। যেখানে তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। এছাড়া, গত শনিবার তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং গত শুক্রবার তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস।

চট্টগ্রাম আবহাওয়া আফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টির কোন সম্ভাবনা দেখছেন না তারা এবং আরো তিন থেকে চার এই গরম অব্যাহত থাকতে পারে। বর্তমান অবস্থার প্রেক্ষিতে আগামী ১৮-২০ তারিখের মধ্যে সমুদ্রে একটি নিন্মচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন তিনি।

চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, এই গরমে বাইরের কোন খাওয়ার খাওয়া যাবে না। তেলের ভাজা-পোড়া খাবার বাদ দিতে হবে। প্রচুর পরিমাণে ফল এবং ঘন ঘন পানি পান করতে হবে। রাস্তার পাশে যে খোলা শরবত বিক্রি করা হয়, এসব খাওয়া থেকে বিরত থাকতে হবে।

তিনি আরো বলেন, এখন আবহাওয়া পরিবর্তনের ফলে জ্বর, সর্দি-কাশি এসব হতে পারে। এসব দেখা দিলে ডাক্তারদের কাছ থেকে প্রথমে মোবাইলে সেবা নিতে হবে। তিন চার দিনের বেশি জ্বর এবং সর্দি-কাশি থাকলে আমাদের ফ্লু কর্নারে যোগাযোগ করতে হবে। করোনা টেস্টের পাশাপাশি এখন ডেঙ্গু ব্যাপারটিও আমরা মাথায় রাখছি। এই গরমে জ্বর, সর্দি-কাশির পাশাপাশি বাচ্চাদের ডায়রিয়াও হচ্ছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

চট্টগ্রাম আবহাওয়া অফিস জানায়, আজকের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সে সাথে রাত ও দিনের সামান্য বৃদ্ধি পেতে পারে। রবিবার আবহওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, দক্ষিণ/ দক্ষিণ-পশ্চিম দিকে হতে ঘণ্টায় ১২-১৮ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

তাপমাত্রা: গতকালের সর্ব্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সে. এবং সর্বনিন্ম তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস।