ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টিতে দেখা গেল অন্য এক চট্টগ্রাম

ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টিতে দেখা গেল অন্য এক চট্টগ্রাম

পোস্টকার্ড নিউজ ডেস্ক ।।

বিক্ষিপ্ত কালো মেঘে আচ্ছন্ন প্রতিদিনের স্বচ্ছ আকাশটা । মেঘের ফাঁক গলে কখনো কখনো দেখা গেছে সূর্যকিরণ কিন্তু অল্পক্ষণেই পাল্টে যায় এ দৃশ্য। ভয় জাগানো কালো মেঘে গিলে খায় পুরো আকাশ। একইসঙ্গে ঝড়ো হাওয়ার তীব্রতায় প্রায় সবকিছু লন্ডভন্ড হওয়ার উপক্রম।

চলতি বৈশাখে আজ মঙ্গলবারের (২১ এপ্রিল) এমন চিত্র দেখা যাচ্ছে চট্টগ্রামসহ আশপাশের এলাকায়।

এ সময় ফাঁকা সড়কে কিছু সংখ্যক গাড়ি হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী মাহমুদুল আলম বলেন, ‘কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে। কিছু সময় পর এটি আবার স্বাভাবিক হয়ে যাবে। মঙ্গলবার কালবৈশাখীর প্রভাবে চট্টগ্রামসহ দেশের বেশিরভাগ অঞ্চলে বজ্রবৃষ্টি হয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের ঘটনাও ঘটেছে।’

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে আগামী তিনদিন বৃষ্টিপাত অথবা বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

এছাড়া রাঙামাটি, রাজশাহী ও যশোর অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

একইসঙ্গে ঝড়ো হাওয়ার তীব্রতা বেড়ে যাওয়ার শঙ্কায় দেশের অধিকাংশ অঞ্চলের নদীবন্দরগুলোকে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।