জমকালো আয়োজনে কান উৎসবের উদ্বোধন, সিনেপ্রেমীরা যে ১০ সিনেমার জন্য মুখিয়ে 

জমকালো আয়োজনে কান উৎসবের উদ্বোধন, সিনেপ্রেমীরা যে ১০ সিনেমার জন্য মুখিয়ে 
জমকালো আয়োজনে কান উৎসবের উদ্বোধন, সিনেপ্রেমীরা যে ১০ সিনেমার জন্য মুখিয়ে 

বিনোদন ডেস্ক।। 

৭৬তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠল জমকালো আয়োজনে । গতকাল মঙ্গলবার (১৬ মে) পালে দে ফেস্টিভ্যাল ভবনে বসেছিল বিশ্ব চলচ্চিত্রের নামি-দামি শিল্পী-নির্মাতা-প্রযোজকদের মিলনমেলা।

উৎসবের প্রথম দিনেই পর্দায় ফিরছেন হলিউড তারকা জনি ডেপ। তার অভিনীত সিনেমা ‘জন দ্যু ব্যারি’ প্রথমবারের মতো কান উৎসবে প্রিমিয়ার হয়। একই দিনে  ফ্রান্সেও সিনেমাটি মুক্তি পায়। ছবিটি পরিচালনা করেছেন মাওয়েন, যিনি সিনেমার মুখ্য নারী চরিত্রে জনি ডেপের বিপরীতে অভিনয় করেছেন। প্রিমিয়ারে উপস্থিত ছিলেন জনি ডেপ, মাওয়েন,এবং বেঞ্জামিন লাভেরে, পিয়েরে রিচার্ড, প্যাসকেল গ্রেগরি, মেলভিল পাউপাউড। সিনেমার গল্প কিং লুই ফিফটিন এবং নারী চরিত্র ‘ভুবেরনিয়ার’ এর সঙ্গে পরকীয়া স্ক্যান্ডাল নিয়ে গড়ে উঠেছে।

জনি ডেপ কিং লুই ফিফটিনের ভূমিকায় অভিনয় করেছেন। এদিন সন্ধ্যায় আরো উপস্থিত ছিলেন ক্যাথরিন জেটা-জোনস, মাইকেল ডগলাস, ক্যাথরিন ডেনিউভ, উমা থারম্যান, এলি ফ্যানিং, হেলেন মিরেন, ম্যাডস মিকেলসেন, এমমানুয়েল বার্ট, ফ্রাঞ্জ রোগোস্কি, মারিয়া ডি মেডিইরোস, পম ক্লেমেন্টিফ এবং ফ্যান বিংবিগ।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব ছিলেন অভিনেত্রী চিয়ারা মাস্ত্রোইয়ান্নি। পালে দে ফেস্টিভ্যালের গ্র্যান্ড লুমিয়রের থিয়েটারের মঞ্চে স্বাগত জানান উৎসবের প্রতিযোগিতা বিভাগে জুড়ি প্রধান সুইডিশ পরিচালক রুবেন অস্টলুন্ড সহ অন্য সদস্যদের। তারা হলেন ‘ক্যাপ্টেন মারভেল’ তারকা ব্রি লারসন, আমেরিকান অভিনেতা পল ড্যানো, মরোক্কান পরিচালক মরিয়ম টুজানি, ফরাসি অভিনেতা দঁনি মিনোশেঁ, জাম্বিয়ান-ওয়েলশ পরিচালক-চিত্রনাট্যকার রুঙ্গানো নিয়োনি, আফগান কথাসাহিত্যিক-নাট্যকার আতিক রহিমি, আর্জেন্টাইন পরিচালক দামিয়ান সিফ্রন এবং স্বর্ণপামজয়ী ফরাসি পরিচালক জুলিয়া দুকুরনো।

এদিকে কান সৈকতে এসে ভিড় করেছে বিশ্বের দামি প্রমোদতরী। পাশাপাশি পালে ভবনের দুই পাশে তৈরি হয়েছে অসংখ্য বিভিন্ন দেশের প্যাভিলিয়ন। এবার বাংলাদশের স্টল রয়েছে উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্ম ।

ফেস্টিভ্যালের অন্যান্য সিনেমা প্রিমিয়ারের মধ্যে রয়েছে ইন্ডিয়ানা জোন্স এবং দ্য ডায়াল অফ ডেসটিনি, মার্টিন স্কোরসেসের কিলার অফ দ্য ফ্লাওয়ার মুন, দ্য আইডল এবং ওয়েস অ্যান্ডারসনের গ্রহাণু সিটি।

এবারের উৎসবে হলিউডের প্রথম সারির বেশ কয়েকজন তারকাকে দেখা যাবে এবারের কানের লালগালিচায়। মূল প্রতিযোগিতায় স্থান পাওয়া টড হেইন্সের ‘মে ডিসেম্বর’ ছবির প্রদর্শনীতে থাকবেন অস্কারজয়ী দুই অভিনেত্রী জুলিয়ান মুর ও নাটালি পোর্টম্যান। মূল প্রতিযোগিতার আরেক ছবি ওয়েস অ্যান্ডারসনের ‘অ্যাস্টেরয়েড সিটি’ সিনেমার প্রচার করবেন টম হ্যাঙ্কস, স্কারলেট জোহানসন, মার্গট রবি, স্টিভ ক্যারেল, এডওয়ার্ড নর্টন ও আড্রিয়ান ব্রডি।

বিখ্যাত দুঃসাহসী প্রত্নতাত্ত্বিক ইন্ডিয়ানা জোন্স ১৫ বছর পর কানে ফিরছে। ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেস্টিনি’ ছবিতে পঞ্চম ও শেষবারের মতো এই চরিত্রে অভিনয় করেছেন হ্যারিসন ফোর্ড। তাকে বিশেষ সম্মান জানাবে কান আয়োজকরা। ১৮ মে সিনেমাটির প্রিমিয়ার হবে।

কান চলচ্চিত্র উৎসবের এবারের আসরের অফিসিয়াল সিলেকশনে থাকছে মার্টিন স্করসেসি পরিচালিত ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’। তার সঙ্গে ছবিটির প্রচারণার জন্য কানসৈকতে যাবেন হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও। এর মাধ্যমে ৪ বছর পরে কান উৎসবে ফিরছেন লিওনার্দো ডি ক্যাপ্রিও।

এর আগে ২০১৯ সালে কোয়েন্টিন টারান্টিনোর ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’ ছবির প্রচারে ব্র্যাড পিটের সঙ্গে উৎসবটিতে অংশ নেন লিওনার্দো ডি ক্যাপ্রিও।

কান উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের দিন ‌পাম ডি’ অর সম্মাননা পেয়েছেন হলিউড অভিনেতা মাইকেল ডগলাস। অভিনেতা বর্ণিল ক্যারিয়ার ও কাজের অংশ হিসেবে এই সম্মাননা পেয়েছেন এই অভিনেতা।

এছাড়াও কান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো রেড কার্পেটে হাঁটবেন এই বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। উৎসবে সিনেমা জগতের সঙ্গে যুক্ত নারীদের সম্মানিত করা হবে। সেই পুরস্কার প্রদান করবেন আনুশকা ও অস্কারজয়ী হলিউড অভিনেত্রী কেট উইন্সলেট।

বলিউডের নির্মাতা অনুরাগ কাশ্যপের নতুন ছবি ‘কেনেডি’ ডাক পেয়েছে মর্যাদাপূর্ণ ‘কান উৎসব’-এ। সিনেমার জন্য বেছে নিয়েছেন সানি লিওনিকে।

কান চলচ্চিত্র উৎসবে সেরা নির্মাতা বাছাইয়ের জন্য রয়েছে ‘ক্যামেরা ডি অর’ বিভাগ। এবারের ৭৬তম উৎসবে ‘ক্যামেরা ডি অর’ বিভাগের মূল বিচারক হিসেবে থাকবেন ফরাসি অভিনেত্রী আনাইস ডেমাস্টিয়ার। আগামী ২৭ মে উৎসবের সমাপনী রাতে বিজয়ী পরিচালকের হাতে ‘ক্যামেরা ডি অর’  তুলে দেবেন তিনি।

আমেরিকান অভিনেতা জন সি. রাইলি এবারের কান উৎসবের আঁ সাঁর্তা রিগা বিভাগের বিচারকদের সভাপতি হিসেবে কাজ করবেন। জন সি. রাইলির নেতৃত্বে বিচারক থাকবেন ফরাসি পরিচালক-চিত্রনাট্যকার অ্যালিস উইনোকোর, জার্মান অভিনেত্রী পলা বিয়ার, ফরাসি-কম্বোডিয়ান পরিচালক-প্রযোজক ডেভি শু এবং বেলজিয়ান অভিনেত্রী এমিলি দ্যুকেন।

এবারের আসরে মূল প্রতিযোগিতা শাখায় রয়েছে ২০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও ১টি প্রামাণ্যচিত্র। এর মধ্য থেকে একটিকে স্বর্ণপাম জয়ী হিসেবে নির্বাচনের গুরুদায়িত্ব সামলাবেন বিচারকরা। সমাপনী অনুষ্ঠানে বিজয়ী পরিচালকের নাম ঘোষণা করা হবে। এবার জমা পড়েছে ৪ হাজার ২৮৮টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এরমধ্যে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে ১২ দেশের ১১টি ছবি। সমাপনী আয়োজনে স্বর্ণপাম জয়ী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতার নাম ঘোষণা করা হবে। শিক্ষার্থী নির্মাতাদের বিভাগ লা সিনেফ-এর ২৬তম আসরে অংশ নিয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তের ২ হাজার ফিল্ম স্কুল। এতে নির্বাচিত হয়েছে ১৪টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ২টি অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এরমধ্যে ১০টি বানিয়েছেন নারীরা। চার মহাদেশের ১৩টি দেশের ছবি রয়েছে এবার। তালিকায় প্রথমবার নির্বাচিত হয়েছে মরক্কো। কান উৎসবের এবারের আসরে বিখ্যাত নির্মাতাদের ২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং ৪টি প্রামাণ্যচিত্রের প্রদর্শনী হবে।

সিনেমাপ্রেমীদের জন্য ৭৬তম কান চলচ্চিত্র উৎসব অত্যন্ত আনন্দের এবং মর্যাদাপূর্ণ। আয়োজক কমিটি উৎসবে কিছু বিশেষ সিনেমা প্রিমিয়ার করার সিদ্ধান্ত নিয়েছে। এরমধ্যে ভারতের তিনটি সিনেমা রয়েছে। সিনেমাগুলো হলো ‘কেনেডি’, ‘আগ্রা’ ও ‘ইশানাউ’। এবারের আসরে ৫টি সিনেমা বেশ আলোচনায় রয়েছে। সিনেমাগুলো হলো ‘কেনেডি’, ‘কিলার্স অব দ্যা ফ্লাওয়ার মুন’, ‘মে ডিসেম্বর’, ‘এস্টেরয়েড সিটি’ ও ‘হাউ টু হ্যাভ সেক্স’।

এবারের কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল পোস্টারে স্থান পেয়েছেন বর্ষীয়ান ফরাসি অভিনেত্রী ক্যাথরিন দ্যুনোভ। ১৯৬৮ সালে তোলা হয় পোস্টারে ব্যবহৃত  তার সাদাকালো ছবিটি। তিনি হলেন কিংবদন্তি ফিল্মমেকার মার্সেলো মাস্ত্রোইয়ান্নির স্ত্রী।

৭৬তম আসরে  যারা উৎসবে যোগদানের জন্য আমন্ত্রণ পেয়েছেন, তারা উৎসবের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে টিকিট সংগ্রহ করতে পারেন। যারা উৎসবে বিনামূল্যে যোগদান করতে চান, তারা প্রতি সন্ধ্যা ৯টা ৩০ মিনিট থেকে সিনেমা ডি লা প্লাজ ওয়েবপেজে ওপেন-এয়ার  স্ক্রিনিং উপভোগ করতে পারেন।

এছাড়াও সমাপনী অনুষ্ঠানটি ২৭ মে শেষ হবে। সমাপনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে পিক্সার অ্যানিমেশন স্টুডিওর ২৭তম সিনেমা ‘এলেমেন্টাল’। এটি রয়েছে প্রতিযোগিতার বাইরে। আগামী ১৬ জুন যুক্তরাষ্ট্রে এবং ২১ জুন ফ্রান্সের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

উৎসবের প্রথম দিনে  উদ্বোধনী চলচ্চিত্র ‘জান দ্যু ব্যারি’ ছাড়া আরও দুটি সিনেমা প্রদর্শিত হয়েছে৷ প্রতিযোগিতা শাখার বাইরে সিনেমা দ্য লা প্লেস শাখায় দেখানো হয়েছে ইমির  ফ্রান্সের 'আন্ডারগ্রাউন্ড' সিনেমাটি। কুস্টারিকা পরিচালিত সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৯৯৫ সালে। চলচ্চিত্রটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু থেকে যুগোস্লাভ যুদ্ধের শুরু পর্যন্ত দুই বন্ধুর গল্প দেখানো হয়েছে। এছাড়া কান ক্লাসিক শাখায় প্রদর্শিত হয়েছে ফ্রান্সের ল্যামোর ফু সিনেমাটি। পরিচালনায় জ্যাকস রিভেটি। একজন চলচ্চিত্র পরিচালক ও নায়িকার বৈবাহিক জীবনের গল্প নিয়েই নির্মাণ করা হয়েছিল সিনেমাটি। প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ১৯৬৯ সালে।

এবারের কান চলচ্চিত্র উৎসবের অনুষ্ঠান ফ্রান্স ২ ও ব্রুট চ্যানেলে আন্তর্জাতিকভাবে সম্প্রচার হবে।

সিনেপ্রেমীরা যে ১০ সিনেমার জন্য মুখিয়ে

ফ্রান্সের কান সমুদ্রসৈকতের তীরে প্রতি বছর শুরু হয় বিশ্ব চলচ্চিত্রে মর্যাদাসম্পন্ন চলচ্চিত্র উৎসব ফেস্টিভ্যাল ডি কান। এই উৎসবে বিশে^র সিনেপ্রেমীরা নতুন সিনেমা দেখার জন্য মুখিয়ে থাকেন। গত ১৬ মে উৎসব শুরু হয়েছে চলবে ২৭ মে পর্যন্ত। এবারের ৭৬তম কান উৎসবে বেশ কয়েকটি সিনেমা প্রদর্শন হতে যাচ্ছে। তবে এর মধ্যে ১০টি সিনেমা নিয়ে বেশ আলোচনায় রয়েছে। কান উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হয় হলিউড সুপারস্টার জনি ডেপ অভিনীত ‘জান দ্যু ব্যারি’। সমাপনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে পিক্সার অ্যানিমেশন স্টুডিওর ২৭তম সিনেমা ‘এলেমেন্টাল’।

কেনেডি :

ভারতীয় পরিচালক অনুরাগ কাশ্যপের সিনেমা ‘কেনেডি’। যা কান উৎসবে প্রিমিয়ার হবে। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সানি লিওন এবং রাহুল ভাট। কান ফিল্ম ফেস্টিভ্যালের মিডনাইট স্ক্রিনিং বিভাগে ‘কেনেডি’ প্রদর্শিত হবে। সিনেমার বিস্তারিত তথ্য গোপন রাখা হলেও আলোচনায় রয়েছে ‘কেনেডি’ সিনেমাটি।

কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন :

এই সিনেমার বড় শিরোনাম লিওনার্দো ডি ক্যাপ্রিও। এ ছাড়া মার্টিন স্কোরসিস পরিচালিত ‘ফ্লাওয়ার অব দ্য মুন’ একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা। সিনেমায় একটি তেল কোম্পানির মালিককে দেখানো হবে, যার কর্মীরা একে একে মারা পড়তে শুরু করে। সিনেমাটি ডেভিড গ্র্যানের একই নামের উপন্যাস থেকে নির্মিত হয়েছে। সিনেমাটি তৈরি করতে দুই বছর সময় লেগেছে এবং গুজব আছে সিনেমাটির স্ক্রিনপ্লে ৩ ঘণ্টা ৪৫ মিনিট হবে। লিওনার্দো ডি ক্যাপ্রিও ছাড়াও মুখ্য ভূমিকায় আরও অভিনয় করেছেন রবার্ট ডি নিরো, ব্রেন্ডন ফ্রেজার, জেসি প্লেমনস, জন লিথগোসহ অনেকে।

মে ডিসেম্বর :

টড হেইনা পরিচালিত ‘মে ডিসেম্বর’ সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জুলিয়ান মুর এবং চার্লস মেল্টন। সিনেমাটি এ বছরের পাম ডি অর সম্মানের জন্যও লড়াই করছে। সিনেমার গল্প একজন হলিউড তারকার নিজের বয়সে ছোট প্রেমিকের সঙ্গে ও একজন মহিলার সঙ্গে প্রেমের আখ্যান নিয়ে নির্মিত।

এস্টেরয়েড সিটি :

তৃতীয়বারের মতো কান ফিল্ম উৎসবে সামিল হতে যাচ্ছেন পরিচালক ওয়েস এন্ডারসন। এবার তার ‘এস্টেরয়েড সিটি’ সিনেমা উৎসবে প্রদর্শিত হবে। সিনেমায় মুখ্য ভূমিকায় জেসন শোয়ার্জমান, টম হ্যাংক্স, স্কার্লেট জোহানসেন, মারগোট রবি অভিনয় করেছেন। সিনেমার গল্প একটি কল্পিত আমেরিকার শহর নিয়ে তৈরি হয়েছে।

হাউ টু হ্যাভ সেক্স :

ব্রিটিশ পরিচালক মলি ম্যানিংয়ের প্রথম ফিচার ফিল্ম ‘হাউ টু হ্যাভ সেক্স’। ফিল্মটি কান উৎসবের আ সার্তে রিগা শাখায় প্রদর্শিত হবে। এই শাখায় সাধারণ বিশেষ আগ্রহের সিনেমাগুলো প্রদর্শিত হয়ে থাকে। সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মিয়া ম্যাকেনা ব্রুস, লারা পিক, শন থমাস, স্যামুয়েল বটমলি, এনভা লুইসসহ আরও অনেকে। সিনেমার গল্প কয়েকজন কম বয়সি কিশোরদের নিয়ে, যারা ট্যুরে গিয়ে বিপজ্জনক পরিস্থিতির শিকার হয়।

জোন অব ইন্টারেস্ট :

ব্রিটিশ পরিচালক জনাথন গ্লেজার প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করছেন। তার পরিচালিত ‘জোন অব ইন্টারেস্ট’ সিনেমাটিকে এ বছরের সবচেয়ে আলোচিত সিনেমা হিসেবে বিবেচনা করা হচ্ছে। সিনেমাটি দ্বিতীয় বিশ^যুদ্ধের ক্যাম্পের কমান্ডারকে নিয়ে তৈরি। সিনেমার প্রযোজক জানান, কান কর্তৃপক্ষ বিশেষ বিবেচনায় তাদের ফিচার ফিল্ম প্রতিযোগিতায় জোন অব ইন্টারেস্টকে স্থান দিয়েছেন।

বানেল অ্যান্ড আডামা :

‘পাম দি অর’ প্রতিযোগিতায় ফ্রেঞ্চ পরিচালক রামাতা তুলে পরিচালিত সিনেমা ‘বানেল অ্যান্ড আডামা’ সিনেমাটি রয়েছে। এটি তার প্রথম পরিচালিত পূর্ণদৈর্ঘ্য সিনেমা। সিনেমাটি ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে বানানো। সিনেমায় যারা কাজ করেছেন তারা কেউ পেসায় অভিনেতা নন। পাশাপাশি ট্রেলারে সিনেমার ফটোগ্রাফিগুলো দেখে সবাই আশাবাদী। যা এই সিনেমাকে এবার অন্য সিনেমাগুলো থেকে একদমই আলাদা করেছে এবং আলোচনায় এনেছে।

অকুপাইড সিটি :

পরিচালক স্টিভ ম্যাকুইন পরিচালিত ডকুমেন্টারি ‘অকুপাইড সিটি’ বিশেষ স্ক্রিনে প্রদর্শিত হবে। এবারই তিনি প্রথমবারের মতো কান উৎসবে অংশগ্রহণ করছেন। ডকুমেন্টারিতে দ্বিতীয় বিশ্ব যুদ্ধে নাৎসি বাহিনীর আমস্টারডাম ঘেরাওয়ের ইতিহাস নিয়ে নির্মিত। ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ সিনেমার মতো এই ডকুমেন্টারির স্ক্রিনপ্লে ৪ ঘণ্টা ৩০ মিনিট দীর্ঘ হবে।

ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেস্টিনি :

১৫ বছর পর কান সৈকতে দেখা যাবে বিখ্যাত অভিযাত্রী ইন্ডিয়ানা জোন্সের বহুল প্রত্যাশিত প্রত্যাবর্তন। আজ উৎসবে দেখানো হবে এই সিনেমাটি। এর আগে লালগালিচায় হাঁটবেন হ্যারিসন ফোর্ড, জেমস ম্যানগোল্ড, অভিনেত্রী ফিবি ওয়ালার-ব্রিজ, অভিনেতা অ্যান্টোনিও ব্যান্ডেরাস, জন রাইস-ডেভিস, টোবি জোন্স, বয়েড হলব্রুক, এথান ইসিডোর, ম্যাডস মিকেলসেন ও সংগীত পরিচালক জন উইলিয়ামস। দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানি এবং লুকাস ফিল্ম প্রযোজিত ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেস্টিনি’ ফ্রান্সে আগামী ২৮ জুন এবং যুক্তরাষ্ট্রে আগামী ৩০ জুন ছবিটি মুক্তি পাবে।

ফায়ারব্র্যান্ড :

ব্রাজিলিয়ান-আলজেরিয়ান পরিচালকের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘ফায়ারব্র্যান্ড’। সিনেমাটি ‘পাম দি অর’ প্রতিযোগিতায় সিলেক্ট হয়েছে। সিনেমায় বিখ্যাত অভিনেতা জুড ল হেনরি এইটের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী এলিসিয়া ভিকান্ডার এবং তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন ক্যাথারিন পার। সিনেমাটিকে কান বিচারকেরা ‘ভৌতিক ঐতিহাসিক ড্রামা’ বলে উল্লেখ করেছেন। --সময়ের আলো

খালেদ/ পোস্টকার্ড;