রেলপথে ইয়াবা পাচারের চেষ্টা,আনোয়ারা চাপাতলির মুনছুর ও শহিদ গ্রেপ্তার

রেলপথে ইয়াবা পাচারের চেষ্টা,আনোয়ারা চাপাতলির মুনছুর ও শহিদ গ্রেপ্তার

সাদ্দাম হোসেন ।।

সোমবার দিবাগত রাতে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন নতুন স্টেশনের প্রবেশ পথ ও আনোয়ারার চাপাতলি এলাকা থেকে দুই হাজার ইয়াবার চালান চট্টগ্রাম হয়ে ট্রেনে করে রাজধানীতে নেয়ার চেষ্টায় যুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, চট্টগ্রামের আনোয়ারার চাপাতলি এলাকার আব্দুস সালামের ছেলে মুনছুর আলম (২৮) ও একই এলাকার নুরুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম শহিদ (৩৩)।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, সোমবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকায় যেতে ট্রেনে উঠার সময় দুই হাজার ইয়াবাসহ মুনছুরকে গ্রেপ্তার করা হয়। এরপর মুনছুর জানায়, এসব ইয়াবা শহিদের কাছ থেকে সে সংগ্রহ করেছে।

‘মুনছুরের তথ্যমতে সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আনোয়ারায় অভিযান চালিয়ে শহিদকে গ্রেপ্তার করা হয়। এরপর দুইজনই জানায়, এসব ইয়াবা আনোয়ারার মোহছেন আউলিয়া বাজারের নাছিরের কাছ থেকে নিয়েছে তারা।’

পরে নাছিরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে পায়নি কোতোয়ালী থানা পুলিশ।

ওসি মহসীন বলেন, গ্রেপ্তার দুইজন ও পলাতক নাছির মূলত ইয়াবা কারবারী। তারা বিভিন্ন সময়ে একে অপরের যোগসাজশে কক্সবাজারের টেকনাফ থেকে অবৈধভাবে বিক্রয়ের জন্য ইয়াবা সংগ্রহ করে, পরে কৌশলে তা ঢাকায় পাচার করে।

পলাতক নাছিরের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদক আইনে দুটি ও আনোয়ারা থানায় দুটি মামলা রয়েছে বলে জানান কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন।