চিরকুট লিখে সীতাকুণ্ডে ইলেক্ট্রিশিয়ানের আত্মহত্যা

চিরকুট লিখে সীতাকুণ্ডে ইলেক্ট্রিশিয়ানের আত্মহত্যা
চিরকুট লিখে সীতাকুণ্ডে ইলেক্ট্রিশিয়ানের আত্মহত্যা

পোস্টকার্ড নিউজ ।। 

সীতাকুণ্ডে চিরকুট লিখে মাহবুবুর রহমান (২১) নামে এক ইলেক্ট্রিশিয়ানের আত্মহত্যার খবর পাওয়া গেছে। নিহত যুবক লক্ষীপুর জেলার সদর থানার ইউসুফপুর গ্রামের আবিদুর রহমানের ছেলে।তিনি পল্লীবিদ্যুৎ সমিতি-৩ এর লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।

রবিবার (১১ সেপ্টেম্বর) সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

থানা সূত্রে জানা যায়, মাহবুব পৌরসভার শিবপুর এলাকায় পল্লীবিদ্যুৎ অফিসের কাছাকাছি একটি ভবনে ঘরভাড়া নিয়ে বসবাস করতেন। গতকাল শনিবার রাতে তিনি নিজ কক্ষে গলায় দড়ি দিয়ে ফাঁস দেন। খবর পেয়ে রবিবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেন।

সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) নির্মল ত্রিপুরা জানান, পল্লীবিদ্যুতের লাইনম্যান মাহবুব মানসিকভাবে খুবই বিপর্যস্ত ছিলেন। শনিবার রাতে নিজের ফেসবুকে একটি ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দেন এবং পরে একটি চিরকুট লিখে নিজ কক্ষে ফ্যানের সাথে দড়িতে ঝুলে গলায় ফাঁস দেন। তার পাশ থেকে চিরকুটটি পাওয়া গেছে। চিরকুটে মাহবুব লেখেন, ‘আমি মানসিকভাবে খুবই বিপর্যস্ত। আমি আর সহ্য করতে পারছি না। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। কেউ আমাকে প্ররোচনা দেয়নি। আমি ভবিষ্যত নিয়ে হতাশাগ্রস্ত। সবাই ভালো থাকবেন, পারলে আমাকে ক্ষমা করবেন ‘

নির্মল কুমার ত্রিপুরা আরও জানান, আমরা ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)হাসপাতালে পাঠিয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খালেদ / পোস্টকার্ড ;