চট্টগ্রামের আকাশে চলছে মেঘের ঘনঘটা , সাথে মাঝারি বৃষ্টি

চট্টগ্রামের আকাশে চলছে মেঘের ঘনঘটা , সাথে মাঝারি বৃষ্টি
চট্টগ্রামে মধ্য রাত থেকে সৃষ্ট মেঘের ঘনঘটায় শুরু হয় হালকা বৃষ্টি। ছবি: সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক।।

করোনার এ দুর্দিনে বৈশাখেই পাওয়া যাচ্ছে বর্ষার হাওয়া। মৌসুমী বায়ুর প্রভাবে সৃষ্ট মেঘের ঘনঘটায় ভোর থেকে শুরু হয় হালকা বৃষ্টি। সকাল নয়টার পর যা ধীরে ধীরে মুষলধারে রূপ নেয়। ঘণ্টাব্যাপী ভারি বর্ষণের পর বিরতি নেয় মেঘপুঞ্জের দল। কোনো সতর্কতা সংকেত না থাকলেও দিনভর চট্টগ্রামে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আকাশের দেখা মিলবে। বিকেলে থেমে সন্ধ্যার পর ফের দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি আকারের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা বলেছে পতেঙ্গা আবহাওয়া অফিস।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শেখ ফরিদ আহমেদ বলেন, ‘আবহাওয়ার কোনো সিগন্যাল নাই। আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে। সকাল থেকে এ পর্যন্ত ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বাতাসের গতিবেগ স্বাভাবিক ছিল। দমকা বাতাস হয়নি। তবে বিকেলে থেমে সন্ধ্যার পর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকবে।’

তিনি আরও বলেন, বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের বেশ কিছু এলাকাজুড়ে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় ‘আম্ফান’। এ ঘূর্ণিঝড়ের যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে, অবশ্য সেটা আমাদের জন্য প্রযোজ্য না। তবে মৌসুমী বায়ুর প্রভাবে এ বৃষ্টি আরও ২দিন অব্যাহত থাকতে পারে। একটানা বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কা থাকলেও এ মৌসুমে তার সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন তিনি।’