ঘূর্ণিঝড় সিত্রাংয়ে সীতাকুণ্ডে ভেসে আসা মহিষ হস্তান্তর

ঘূর্ণিঝড় সিত্রাংয়ে সীতাকুণ্ডে ভেসে আসা মহিষ হস্তান্তর
ঘূর্ণিঝড় সিত্রাংয়ে সীতাকুণ্ডে ভেসে আসা মহিষ হস্তান্তর

পোস্টকার্ড নিউজ ।।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সীতকুণ্ডে জোয়ারের পানিতে ভেসে আসা ১৬১টি মহিষ মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। গত শনিবার বিকেল থেকে রােববার পর্যন্ত মালিকদের হাতে তাদের মহিষ হস্তান্তর করে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা প্রশাসন। এদিকে হারিয়ে যাওয়া মহিষ পেয়ে আনন্দ প্রকাশ করে কৃষকরা কৃতজ্ঞতা প্রকাশ করেন । 

নোয়াখালীর সুবর্ণচরের বাসিন্দা আলতাফ হােসেনের ৪০টি মহিষ ভাসানচর থেকে জোয়ারের পানিতে ভেসে যায়। এ ঘটনায় পরদিন ( মঙ্গলবার) ভাসানচর থানায় জিডি করেন। জোয়ারের পানিতে ভেসে কিছু মহিষ সীতাকুণ্ড সাগর উপকূলে উঠেছে বলে উপজেলা প্রশাসনের মাধ্যমে জানতে পারেন তিনি। পরে ছুটে যান সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে। মহিষের মালিকানা নিশ্চিত করতে ইউএনওর নির্দেশনা অনুযায়ী স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রত্যয়নপত্র, থানায় দায়ের করা সাধারণ ডায়েরির কপিসহ প্রয়োজনীয় সব প্রমাণ জমা দেন। শনিবার রাতে তাঁর হারিয়ে যাওয়া ৪০টির মধ্যে ১৯টি মহিষ বুঝিয়ে দেন উপজেলা প্রশাসন । নোয়াখালীর ভাসানচর থেকে সন্দ্বীপ চ্যানেল দিয়ে সীতাকুণ্ড উপকূলে ভেসে আসা ১৬১টি মহিষ ফিরে পেয়েছেন অন্যান্য মালিকরাও ।

ইউএনও মো. শাহাদাত হোসেন বলেন, সীতাকুণ্ডে মহিষ ভেসে আসার খবর পেয়ে সেগুলো আমানত হিসেবে রক্ষার্থে দ্রুত ব্যবস্থা নিই। উদ্ধার হওয়া মহিষ চেয়ারম্যানদের জিম্মায় নিয়ে তালিকা পাঠানোর নির্দেশ দেন। ১৬১টি মহিষ উদ্ধারের পর যাচাই বাছাই শেষে সেগুলো মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

খালেদ/ পোস্টকার্ড ;