আনোয়ারা চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক অনুষ্ঠান

আনোয়ারা প্রতিনিধি ।।

আনোয়ারা চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক অনুষ্ঠান

কোমলমতি শিক্ষার্থীদের বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধকে জানার জন্য বাংলাদেশ সরকার আয়োজিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক সাক্ষাৎকার অনুষ্ঠান বৃহস্পতিবার আনোয়ারায় বখতিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য মোঃ ইউসুফের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ইমরান হাসান ও লিপি রাণী দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাথে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ে সাক্ষাতকার প্রদান করেন, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, জামাল উদ্দিন ও ছৈয়দ নুর। শিক্ষার্থীদের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের নানা ঘটনা নিয়ে প্রশ্নের ধারাবাহিক উত্তর প্রদান করেন অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধারা।

মুক্তিযোদ্ধারা বলেন, বাংলাদেশ, বঙ্গবন্ধু আর মুক্তিযুদ্ধ এই শব্দ তিনটি মূলত সমার্থক। এই তিনটির যেকোনো একটিকে আলাদা করে বিশ্লেষণ করার কোনো সুযোগ নেই। সেই আদর্শে নিজেদের বলীয়ান করে দেশকে এগিয়ে নিতে হবে এবং বঙ্গবন্ধুর আদর্শ ও চরিত্র কর্ম জীবনে ধারণ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান ।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান গণি, সহকারী প্রধান শিক্ষক বাবুল দাশ গুপ্ত, সিনিয়র শিক্ষক মোঃ নাছির। শুরুতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মুক্তিযোদ্ধারা বন্দর ও সুরমা পুকুর পাড়ের বধ্য ভূমি পরিদর্শন করে মুক্তিযুদ্ধকালীন নানা স্মৃতির কথা বর্ণনা করেন এবং শহীদদের সম্মানে বধ্য ভূমিতে নিরবতা পালন করেন।