খোলা খা‌মে এক‌টি সামান্য চি‌ঠি - খালেদ সরফুদ্দীন

খোলা খা‌মে এক‌টি সামান্য চি‌ঠি - খালেদ সরফুদ্দীন
খালেদ সরফুদ্দীন ও কোহিনুর খালেদ ( প্রথম দেখার মুহূর্তের ছবি ) ছবিঃ মেজবাহ খালেদ

খোলা খা‌মে
এক‌টি সামান্য চি‌ঠি /

- খালেদ সরফুদ্দীন

প্রিয়বরেষু ...
জানিনা ক্ষমা করেছো কিনা ? এখন ও মুখে বলোনি কিছু ...
আসলে কি সবকিছু বিভ্রান্তি ? সাদামাটা দিনাতিপাতের মধ্যে সহজ সরল তোমার ভেতর বাহির বিচিত্রে ভরা । রহস্যের কিছু আমি দেখি না কিন্তু কৌতুহল হয় । রহস্যের এই গ্রহে অতি সামান্যই আমরা জানি । সামান্য জ্ঞান নিয়ে তুষ্ট থাকা কিম্বা বেশি জানতে না চাওয়া ... উচিত অনুচিত ? এক্ষেত্রে অবশ্যই বিজ্ঞানের ভিন্নমত । রহস্যের জট খুলতে গিয়ে বিজ্ঞান এগুচ্ছে ।তথ্য প্রযুক্তিতে ঘটে গেছে বিস্ময়কর বিপ্লব । সেই বিপ্লবের ঢেউ লেগেছে আমাদের শহুরে সংস্কৃতিতে । সূক্ষ্মপথে সংস্কৃতির পরিবর্তন ঘটে যাচ্ছে আড়ালে , গোপনে । রহস্য ক্রমাগত টানছে আমাদের ...কোথায় ? সামনে , না পেছনে ? ডানে না বামে ? ভাবতে হবে তোমাকে ...আমাকে ।

জা‌নিনা আজকাল কেন এমন হয়, আমি ভু‌লে যাওয়‌া রো‌গে জ‌ড়ি‌য়ে গে‌ছি । ‌কোন কিছুই ম‌নে থা‌কেনা , একেমন বোকা আমি ম্যা‌রিজ ডে' র কথাটা ভু‌লে গেলাম !

তোমার ভেতরের রহস্যের ধারে কাছে ও হয়তো আমি চিন্তা করতে পারছি না , পারবো না ...কেবল সবকিছুর দেয়াল ভুলে হয়তো ঠেকানোর চেষ্টা করবো । ঠেকানো সহজ কিনা তাও জানিনা...তবে এতটুকু জানি আমার ভেতরে আছে অতলস্পর্শ মানবতাবোধের রহস্যময় ছোঁয়া । রহস্য মণ্ডিত ছাপ । তাই আমি কঠিন ভাবে কাউকে কিছু বলতে পারিনা । বারবার বলতে চেষ্টা করি কঠিন কথা অথচ পরে ধরা পড়ে যাই আর আমার বারবার ক্ষমা চাওয়া তোমার কাছে আমাকে চরমভাবে হালকা করে দেয় যদিও এসব আমার মানবতাবোধের রহস্য কে অপমানিত করে ।

প্রিয় সুন্দরী আমার ,আমি আমাকে বারবার তোমার নিকট বিশ্লেষণ করতে চেয়েছি , আমি আমার আমিত্ব কে তোমার কাছে বিসর্জন দিতে চেয়েছি , চেয়েছি আরো কতকিছু ...তুমি এতোসব গুরুত্ব দাওনি , তুমি শুনতে চাওনি আমার আত্বপক্ষ বিশ্লেষণ । আমি মাঝে মধ্যে বলি আমার জন্মদাতারা আমাকে চিনতে পারেনি তুমি কিভাবে চিনবে ?
আমার হাতে গোনা কিছু বন্ধু হয়তো আমাকে চিনতে পেরেছে , তারাই হয়তো আমাকে জানে , আমাকে ভালোবাসে এবং ভালোবাসবে আজীবন ।

প্রিয় মা‌টি...মানুষে মানুষে জানাশোনা হয়। জানাশোনার সঙ্গে আবেগের একটা সম্পর্ক থাকে, আবেগ তাড়িত হওয়ার বিষয় থাকে । আবেগ হচ্ছে মনোজগতের গুরুত্বপূর্ণ একটি প‌িলার । আমি অপরাধী , আমি জানি আমি তোমাকে অপমান করেছি । তুমিও হয়তো আমার মনের হদিস এখনো পাওনি ।

আমার অনেক কষ্ট জান ...মনের আগুন বুকের ভেতর জ্বলে । আমার কথাবলার জন্যে ও তেমন কোন বন্ধু নেই । এদেশে আসার পর থেকে কেমন যেন গর্তজীবী হয়ে যাচ্ছিলাম । তোমাকে থাপ্পড় দেওয়ার পর মনেহল আমি আর গর্তজীবী নেই । আসলে কি তাই ?

আমি কোন যাদুকর নই যে ছোঁয়া দিয়ে তোমার মন ভালো করে দেবো ...আমি আমার সামান্য আত্বপক্ষ বিশ্লেষণ করে চেষ্টা করছি তোমার যুক্তি খণ্ডানোর জন্যে । যে তুমি আমার সবকিছু চিনে গেছো ...হাড়েহাড়ে টের পেয়েছ... মনেরেখো তোমার চেনা সেই আমি নই । আমার আজকের চিঠি মন দিয়ে পড়লে বুঝতে পারবে আমি কে ? আসলে আমি অতি সামান্য একজন মানুষ , নগন্য মানুষ তবে জঘন্য মানুষ বলো না , ক্ষমা করো ।

#
মা‌টির কোন দোষ দেখিনা /১৯


১১/২৭/ ২০১৯
কুইন্স‌ভি‌লেজ , নিউইয়র্ক ।