করোনার প্রথম ভ্যাকসিন আসছে ১২ আগস্ট

করোনার প্রথম ভ্যাকসিন আসছে ১২ আগস্ট
করোনার প্রথম ভ্যাকসিন আসছে ১২ অগস্ট

পোস্টকার্ড স্বাস্থ্য ডেস্ক।।

প্রাণঘাতী মহামারী করোনায় গোটা পৃথিবীকে থামিয়ে দিয়েছে। থামিয়ে দিয়েছে অর্থনৈতিক চাকার স্বাভাবিক গতি। বিশ্বের মানুষ একটি কার্যকর ভ্যাকসিনের জন্য প্রতিক্ষা করছে। কবে আসবে সেই মহামুক্তির টিকাটি? মানুষের সেই প্রশ্নের উত্তর দিতে এবার রাশিয়া হাত তুলেছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রীর দাবি, বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন আসছে ১২ অগস্ট। রাশিয়াতেই তৈরি হয়েছে সেই ভ্যাকসিন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রালয়ের সঙ্গে যৌথভাবে এই ভ্যাকসিন তৈরি করেছে গামালেয়া রিসার্চ ইনস্টিউট। গতকাল শুক্রবার (৭ আগস্ট) একথা জানিয়েছেন সে দেশের উপস্বাস্থ্যমন্ত্রী ওলেগ গ্রিডনেভ। 

তথ্য মতে, গামালেয়া ভ্যাকসিন শর্তসাপেক্ষে আগস্টে নথিভুক্ত করা হবে।  অর্থাৎ ব্যবহারের জন্য অনুমতি দেওয়া হচ্ছে। তবে এ সময় তৃতীয় ধাপের পরীক্ষা-নিরীক্ষার কাজ চলতে থাকবে ভ্যাকটিনটির। ক্লিনিক্যাল ট্রায়াল যতদিন না সম্পূর্ণ হচ্ছে ততদিন তা শুধুমাত্র চিকিৎসকরাই সেটা নিয়ন্ত্রণ করবে।