করোনা শনাক্ত রোগী পতেঙ্গার নয় মিরসরাইয়ের

করোনা শনাক্ত রোগী পতেঙ্গার নয় মিরসরাইয়ের

নিজস্ব প্রতিবেদক ।।

করোনা পজেটিভ হওয়া গতকালের (শনিবার) রোগীর ঠিকানা পতেঙ্গা লেখা পাওয়া গেলেও তিনি ভর্তি আছেন চট্টগ্রাম সেনানিবাসের সামরিক হাসপাতালে। রোগী একজন নারী, বয়স ৩৩ বলে জানা যায়।

চট্টগ্রাম সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন সদর দপ্তরের মেজর সাঈদ বলেন, ‘শনাক্ত হওয়া মহিলার স্বামী সেনাবাহিনীর একজন সৈনিক। তিনি বর্তমানে কঙ্গো শান্তি মিশনে আছেন। আর মহিলা মিরসরাইয়ে বাবার বাড়িতে ছিলেন। তিনি গত ১৫ এপ্রিল করোনার উপসর্গ নিয়ে সিএমএইচে (সামরিক হাসপাতালে) ভর্তি হন। সিএমএইচের আইসোলেশন ইউনিটে তাকে রাখা হয়। সেখান থেকে গত ১৬ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে বিআইটিআইডিতে পাঠিয়ে দেয়া হয়। এরপর গতকাল (শনিবার) তার রিপোর্ট পজেটিভ আসে।’

তিনি আরো বলেন, ‘তাঁকে এখনো সামরিক হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। পরবর্তী ধাপে তার চিকিৎসা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী গ্রহণ করা হবে।’

গতকাল শনাক্ত হওয়া রোগীর ঠিকানা পতেঙ্গা জানানো হলেও আজ (রোববার) সকালে রোগীর ঠিকানা সংশোধনের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ফজলে রাব্বি।

তিনি বলেন, ‘শারীরিক অসুস্থতাজনিত সমস্যা নিয়ে ওই রোগী গত মঙ্গলবার (১৫ এপ্রিল) সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন। সিএমএইচ থেকে নমুনা সংগ্রহ করার পর তার করোনা পজিটিভ পাওয়া যায়। তবে তিনি কীভাবে আক্রান্ত হল তা এখনো জানা যায়নি।’

জানা যায়, ‘কোভিড-১৯ শনাক্ত হওয়া মহিলাটি মিরসরাই উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, ‘মিরসরাইয়ে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। তিনি বর্তমানে সিএমএইচ-এ ভর্তি আছেন। আমরা আশপাশের এলাকার তার সাথে সংশ্লিষ্টদের ব্যাপারে খবর নিচ্ছি। আপাতত আক্রান্ত করোনার রোগীর বসবাসের বাড়ি লকডাউন করা হয়েছে।’