কবরস্থানে চলন্ত সিএনজি থেকে ছুঁড়ে ফেলা সেই নবজাতকের স্থান হল ‘শিশু পরিবার’এ

কবরস্থানে চলন্ত সিএনজি থেকে ছুঁড়ে ফেলা সেই নবজাতকের স্থান হল ‘শিশু পরিবার’এ

নিউজ ডেস্ক ।।

নগরীর খুলশী থানার পলিটেকনিকেল ইনিষ্টিটিউট এলাকায় চলন্ত সিএনজি অটোরিকশা থেকে ছুঁড়ে ফেলা অজ্ঞাতনামা বাচ্চাটি শারীরিকভাবে সুস্থ হয়েছে। শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরকারী শিশু পরিবার (বেবি হোম) এ পাঠান হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও সমাজসেবা অফিসার অভিজিৎ সাহা, খুলশী থানার এ এসআই হিরণ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু আইসিইউ বিভাগের ডাক্তার ফাতেমা হক সুইটি, ডাক্তার অরূপ দত্ত বাপ্পী এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের ডাক্তার ও নার্সবৃন্দ।

প্রসঙ্গত, চট্টগ্রামের নাসিরাবাদ এলাকায় ১৭ ফেব্রুয়ারি  চলন্ত সিএনজি অটোরিকশা থেকে কবরস্থানে ছুঁড়ে ফেলে দেয়া হয় সাত মাসের এই শিশুটিকে। পরে দুপুরে পলিটেকনিক ইনস্টিটিউট এলাকার কবরস্থানের কাছ থেকে পুলিশ মেয়ে শিশুটিকে উদ্ধার করে। ওই দিনই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় শিশুটি অপুষ্টি এবং পানিশূন্যতায় ভুগছিল।