সীতাকুণ্ডের সমুদ্র উপকূলে রুপালি ইলিশ কিনতে উৎসুক মুখর ভীড়

কামরুল উদ্দীন ।।

সীতাকুণ্ডের সমুদ্র উপকূলে রুপালি ইলিশ কিনতে উৎসুক মুখর ভীড়
সীতাকুণ্ডের সমুদ্র উপকূলে রুপালি ইলিশ কিনতে উৎসুক মুখর ভীড়

জেলেদের জালে ধরা পড়েছে ঝাঁকে ঝাঁকে ইলিশ । রুপালী ইলিশের শেষ মৌসুমে ফৌজদারহাট সমুদ্র উপকূলে ইলিশ মাছ কিনতে উৎসুক মুখর ভীড় জনতার। কেজি কেজি নয়, টুকরি ভর্তি কিনছে ইলিশ মাছ। ফৌজদারহাট জেলেপাড়ার হরিদাশ পাল বলেন, মঙ্গলবার গভীর রাতে ও বুধবারে সারা দিন জেলেরা ব্যস্ত ইলিশ ধরতে । মিঠা পানির কারনেই ইলিশ ধরা পড়ছে বেশী । বুধবার রাতে যদি বৃষ্টি হয় তাহলে আরও ইলিশ জালে আটকা পড়বে।

মিঠা পানি কমে গেলেই ইলিশ মাছ নিচে নেমে যাবে। সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর থেকে সলিমপুর পর্যন্ত প্রতিটি গ্রামে বাজারে শুধু ইলিশ আর ইলিশ। ভ্যান গাড়ি নিয়ে ইলিশ বাড়ি বাড়ি বিক্রি করছে ইলিশ।

উত্তর কাট্টলী থেকে মাছ কিনতে আসা মুহাম্মদ সেলিম জানান, রুপালী ইলিশের শেষ মৌসূমে প্রতি কেজি ১০০টাকা থেকে ৪০০ টাকা দরে ভাল ইলিশ পাওয়া যাচ্ছে। হাজার টাকা ভাল মাছ পেলাম এরকম আগে কখন কিনতে পারেনি।

তবে জেলেরা বেশি ছোট মাছ ধরে দেশের সম্পদ নষ্ট করছে। ছোট মাছ সূলভ মূল্যে বিক্রি করলেও বড় গুলো কিনতে হিমশিম খাচ্ছি। আজ ও আগামীকাল এই দুইদিন মাছ বেশি পাওয়া যাবে এবং সস্তা দামে বিক্রি করতে পারবে।