কাট্টলীতে আমিনুল, নৌকায় ভোট দেয়ার আহ্বান

কাট্টলীতে আমিনুল, নৌকায় ভোট দেয়ার আহ্বান
নৌকার পক্ষে প্রচারণা চালান আমিনুল ইসলাম আমিন।

নিউজ ডেস্ক ।।

বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরীর সমর্থনে নগরের উত্তর কাট্টলীতে গণসংযোগ করেছেন কেন্দ্রিয় আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

এসময় তিনি উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। এছাড়াও দল মনোনীত কাউন্সিলরপ্রার্থী ড. নিছার উদ্দিন আহমেদকেও মিষ্টি কুমড়া প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান।

শনিবার চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলী’র হযরত মাওলানা আমানত উল্লাহ শাহ্পাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময় সভা করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন। এ সময় ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও মিষ্টি কুমড়া প্রতীকের প্রার্থী ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন রবি, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী, আকবরশাহ্ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সুলতান আহাম্মদ চৌধুরী, সহ-সভাপতি লোকমান আলী, ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সরওয়ার মোরশেদ কচি, ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নির্বাচন পরিচালনা কমিটির সচিব আলহাজ্ব আবুল কালাম আবু, আকবরশাহ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাস্টার কামাল উদ্দীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আবু সুফিয়ান উপস্থিত ছিলেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সমর্থক মো. ইলিয়াছ, সাইদুর রহমান পুতুল, নূরুল আলম, হারুন উর রশিদ, মো. লোকমান, মোসলেহ উদ্দীন বাবলু, হারুন উর রশিদ চৌধুরী, মো. ইসমাঈল মেম্বার, রোকন উদ্দিন চৌধুরী, ফয়সাল বিন নিজাম, মো. সফি, জুয়েল সিদ্দিকী, জুনায়েত হোসেনসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আমিনুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে রেজাউল করিম চৌধুরী যোগ্য একজনপ্রার্থী। রাজনীতিবিদ হিসেবে পরীক্ষিত ব্যক্তিকেই বাংলাদেশ আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে।

তিনি বলেন, সংগঠনের প্রত্যেক নেতা-কর্মীকে মানুষের ঘরে ঘরে যেতে হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড গণমানুষকে বুঝিয়ে নৌকা মার্কায় ভোট দিতে উদ্বুদ্ধ করতে হবে। কোনো গ্রুপিং না করে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার প্রার্থীকে বিজয়ী করতে হবে।