ঈদযাত্রায় ভোগান্তি রোধে সীতাকূণ্ডে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় প্রস্তুতি সভা সম্পন্ন 

ঈদযাত্রায় ভোগান্তি রোধে সীতাকূণ্ডে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় প্রস্তুতি সভা সম্পন্ন 
ঈদযাত্রায় ভোগান্তি রোধে সীতাকূণ্ডে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় প্রস্তুতি সভা সম্পন্ন 

সীতাকুণ্ড প্রতিনিধি।।

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঈদুল আযাহা উপলক্ষে ঈদযাত্রায় ভোগান্তি রোধে হাইওয়ে পুলিশের উদ্যোগে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় প্রস্তুতি সভা করা হয়েছে। আজ (২২শে জুন) সকালে বারআউলিয়া হাইওয়ে থানায় এই প্রস্তুতি  সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

বারআউলিয়া থানার অফিসার ইনচার্জ বেলাল উদ্দিন জাহাঙ্গীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম হাইওয়ে সার্কেল এ এস পি নাসিম খান, বারআউলিয়া হাইওয়ে থানার সেকেন্ড অফিসার আমির হোসেন,কমিউনিটি পুলিশের  সদস্যসহ বিভিন্ন পরিবহনের মালিক এবং শ্রমিক সংগঠনের সভাপতি সেক্রেটারি ও নেতৃবৃন্দরা।

এসময় বক্তারা বলেন কোরবানি ঈদকে সামনে রেখে  বিভিন্ন জায়গায় যানজট নিরসনে অবৈধ পার্কিং,গরু বাহী গাড়ি যাতায়াতসহ চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা করা এবং রাস্তা সংস্কার কাজ বন্ধ রাখার দাবি জানান।

খালেদ / পোস্টকার্ড ;