ঈদ বোনাসসহ বিভিন্ন দাবীতে জাহাজভাঙা শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন   

ঈদ বোনাসসহ বিভিন্ন দাবীতে জাহাজভাঙা শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন   
ঈদ বোনাসসহ বিভিন্ন দাবীতে জাহাজভাঙা শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন   

পোস্টকার্ড প্রতিবেদক।। 

দুই ঈদ বোনাস, কথায় কথায় শ্রমিক ছাঁটাই বন্ধ করা, সরকার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়নসহ ৭ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরাম।

শনিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে এগারোটায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে এসব দাবি তুলে ধরেন জাহাজভাঙা শিল্পের দুই শতাধিক শ্রমিক।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে জাহাজভাঙা শিল্পের শ্রমিক নেতা মো. আলীর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক এ এম নাজিম উদ্দীন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি তপন দত্ত, শ্রমিক নেতা, শফর আলী, মানিক মন্ডল, ফজলুল করিম, সংগঠনের জেলা কমিটির নেতা ইফতেখার হোসেন ও জেলা কমিটির সহ সভাপতি রিদোয়ান আহমেদ খান প্রমুখ।

মানববন্ধনে দুটি উৎসব বোনাস, শ্রমিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান, সরকার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়ন, কথায় কথায় শ্রমিক ছাঁটাই ও শ্রমিক নির্যাতন বন্ধ, নিরাপদ কর্ম পরিবেশ, সবেতনে ছুটির দাবি জানান শ্রমিক নেতারা।

বক্তারা বলেন, জাহাজভাঙা শিল্পের মালিকেরা বিশাল বিশাল ইফতার মাহফিল করবেন আর আমরা পরিবার নিয়ে উপোস থাকি। আপনারা মালিকেরা গায়ে সুগন্ধি মাখিয়ে, দামি দামি শ্যুট-পাঞ্জাবি পরে মসজিদে যাবেন আর আমরা গায়ে ঘামের দুর্গন্ধ নিয়ে জাহাজ কাটতে যাবো, সেটাতে হতে পারে না। অবিলম্বে ঈদের আগেই সকল ইয়ার্ডে ঈদ বোনাস দিতে হবে। নইলে লাগাতার আন্দোলন চালিয়ে জাহাজভাঙা শিল্প অচল করে দেয়া হবে।

বক্তারা আরও বলেন, জাহাজভাঙা শিল্পের শ্রমিকদের জীবনের নিরাপত্তা নেই। প্রত্যেকটি ইয়ার্ডে অনিরাপদ পরিবেশে কাজ করতে হয় আমাদের। আমাদের কোন ছুটি নেই। এমনকি শুক্রবারেও আমাদের কাজ করতে হয়। ৪০ বছর ধরে আমাদের কোন শ্রমিকের কোন নিয়োগপত্র নেই, পরিচয়পত্র নেই। কথায় কথায় শ্রমিকদের ছাঁটাই করা হয়। নির্যাতন করা হয়।

খালেদ/ পোস্টকার্ড ;