আবারো বঙ্গবন্ধু বিপিএল-২০১৯ এ চট্টগ্রামের নেতৃত্বে মাহমুদ উল্লাহ

আবারো বঙ্গবন্ধু বিপিএল-২০১৯ এ চট্টগ্রামের নেতৃত্বে মাহমুদ উল্লাহ

ক্রীড়া ডেস্ক ।।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আসন্ন বঙ্গবন্ধুবিপিএল-২০১৯ এ বন্দরনগরী চট্টগ্রামের প্রতিনিধিত্ব করছে । ১৭ নভেম্বর অনুষ্ঠিত প্লেয়ার ড্রাফটে মাহমুদউল্লাহকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বিপিএলের বিগত আসর গুলোতে অধিনায়ক হিসেবে দুর্দান্ত খেলেছিলেন মাহমুদউল্লাহ। সেই বিবেচনায় এবারো তাকে চট্টগ্রামের দলপতির দায়িত্ব দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে্। যদি তাকে এ দায়িত্ব দেওয়া হয় তাহলে ২০১৩ সালের পর আবারও বন্দরনগরীর প্রতিনিধিত্বকারী কোনো দলের নেতৃত্ব দেবেন সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদউল্লাহ।

বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল’র প্রথম ও দ্বিতীয় আসরে তৎকালীন চিটাগাং কিংসের অধিনায়কও ছিলেন মাহমুদ উল্লাহ রিয়াদ। প্রথম আসরে মোটামুটি একটা ভালো দল নিয়েও গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে ছিল বন্দরনগরীর দলটি। দ্বিতীয়  আসরে কিংসদের ঘরের ছেলে তামিম ইকবাল পাড়ি জমান দুরন্ত রাজশাহীতে। কিন্তু সেবার মাহমুদউল্লাহ তার অসাধারণ অধিনায়কত্বের গুণে মাঝারি মানের একটা দলকে নিয়ে গিয়েছিল ফাইনালে। যদিও ফাইনালে ঢাকার কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল কিংসদের। চট্টগ্রাম কিংস এখন নিষিদ্ধ। পরিবর্তিত নাম নিয়ে আসা চট্টগ্রাম ভাইকিংসও বিলুপ্ত। বিপিএল এর ৭ম আসর অনুষ্ঠিত হচ্ছে একটু ভিন্ন আঙ্গিকে।

এবার শিরোপা জিততে মরিয়া চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সে লক্ষ্যে তারা দলে ভিড়িয়েছে টি-২০ দানব ক্রিস গেইল, অভিষিক ফার্নান্দো, কেসরিক উইলিয়াম ও ইমাদ ওয়াসিমের তারকাদের।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দল: দেশি ক্রিকেটার: মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, পিনাক ঘোষ, জুনায়েদ সিদ্দিকী, নাসির হোসেন, মুক্তার আলি, রুবেল হোসেন, এনামুল হক জুনিয়র, নাসুম আহমেদ, জুবায়ের লিখন ও নুরুল হাসান।

বিদেশী ক্রিকেটার: ক্রিস গেইল, অভিষিকা ফার্নান্দো, ইমাদ ওয়াসিম, কেসরিক উইলিয়াম, রায়ান বার্ল ও রায়াদ এমরিত।

হেড কোচ: পল নিক্সন।