আওয়ামী লীগ সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন ফরমে প্রার্থীদের যেসব তথ্য জানতে চায়

আওয়ামী লীগ সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন ফরমে  প্রার্থীদের যেসব তথ্য জানতে চায়

পোস্টকার্ড ডেস্ক ।।

বেশ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি হচ্ছে । সোমবার (১০ ফেব্রুয়ারি) প্রথম ও মঙ্গলবার দ্বিতীয় দিনে মনোনয়নপত্র নিলেন ৭ মেয়রপ্রার্থী এবং ২৩৪ জন কাউন্সিলর মনোনয়নপ্রার্থী।

তবে এবার মনোনয়ন ফরম গতানুগতিকভাবে না করে সাজানো হয়েছে ভিন্ন আঙ্গিকে। প্রার্থী সম্পর্কে জানতে চাওয়া হয়েছে বিস্তারিত খুঁটিনাটি তথ্য। ১৯৭১, ১৯৭৫, ২০০১ এবং ২০০৭ সালে প্রার্থীর ভূমিকা সম্পর্কে সবিস্তারে জানতে চাওয়া হয়েছে মনোনয়ন ফরমে।

মনোনয়ন ফরমে প্রার্থী সম্পর্কে যেসব তথ্য জানতে চাওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে—

  • দলীয় মনোনয়ন প্রত্যাশী কত দিন ধরে আওয়ামী লীগে আছেন?
  • আওয়ামী লীগের সাংগঠনিক পর্যায়ে বর্তমান পদমর্যাদা কি?
  • অন্যকোন রাজনৈতিক দলের সদস্য ছিলেন কিনা? থাকলে ঐ দলের নাম এবং ঐ দলের পদমর্যাদা কি ছিল?
  • ছাত্রজীবনে কোন সংগঠনের সদস্য ছিলেন? সেই সংগঠনের নাম ও পদমর্যাদা কি?
  • কোন যুব, শ্রমিক, পেশাজীবী, সাংস্কৃতিক, ট্রেড ইউনিয়ন কিংবা অন্য কোন সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন কিনা?
  • ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ভূমিকা কি ছিল?
  • ১৯৭৫ সালে জাতির জনককে নির্মমভাবে হত্যার পর ভূমিকা কি ছিল?
  • ২০০১ সালের জাতীয় নির্বাচনের পর বিএনপি জামাত জোট সরকারবিরোধী আন্দোলনে প্রার্থীর ভূমিকা কি ছিল?
  • ২০০৭ সালের ১১ জানুয়ারি অর্থাৎ ১/১১ পরবর্তী সময়ে প্রার্থীর ভূমিকা কি ছিল?
  • রাজনৈতিক কারণে কখনও কারাবরণ কিংবা অন্য কোনভাবে রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েছেন কিনা?
  • সরকারি বা বেসরকারি সংস্থায় নিযুক্ত আছেন কিনা?
  • নির্বাচনী এলাকায় প্রার্থীর উল্লেখযোগ্য সামাজিক, সাংস্কৃতিক ও গঠনমূলক কর্মকাণ্ড থাকলে তার বিবরণ।