সীতাকুন্ডে মার্কেট বন্ধে নিষেধাজ্ঞা জারী করেছে প্রশাসন

সীতাকুন্ডে মার্কেট বন্ধে নিষেধাজ্ঞা জারী করেছে প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, পোস্টকার্ডবিডি.কম ।।

সীতাকুণ্ডের দিন দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। তবুও ঈদকে সামনে রেখে গত ১০ মে সরকারী নির্দেশনা মোতাবেক মার্কেটগুলো সীমিত আকারে খোলার নির্দেশনা দেয়া হয়েছিল । কিন্তু মার্কেট খোলার একদিন আগেই মার্কেট বন্ধ রাখার ঘোষণা দেন সীতাকুণ্ড পৌর সদর দোকান মালিক সমিতি। সীতাকুণ্ড উপজেলায় দিন দিন করোনা পজিটিভ ধরা পড়ার কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা এবং তারা অনলাইনে ব্যবসা কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তবে সীতাকুণ্ড পৌর সদর দোকান মালিক সমিতির সিদ্ধান্তকে স্বাগত জানালেও ব্যবসায়ীরা এই নির্দেশ অমান্য করেন। তারা দোকানের সাটার অর্ধেক খোলা রেখে বিক্রি কার্যক্রম শুরু করেন। আবার কেউ কেউ সাটার খোলা রেখে বিক্রি কার্যক্রম চালিয়ে গেছেন। মার্কেটের এই দৃশ্য দেখে জনমনে ক্ষোভ সৃষ্টি হয় ।

প্রায় প্রতিদিন সোস্যাল মিড়িয়ায় এ নিয়ে অনেকেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেস্টা করে। সবার লেখায় যে কথা উঠে এসেছে তা হল সীতাকুণ্ডের মার্কেটগুলোতে প্রচন্ড ভীড়। এগুলো কি দেখার কেউ নেই? জীবনের চেয়ে কি মানুষের ঈদ কাপড় চোপড় কেনা বেশি জরুরি হয়ে পড়েছে। আমরা সচেতন থাকলেও এইসব লোকদের কারণে আমাদের বিপদে পড়তে হচ্ছে। আর এভাবে চলতে থাকলে মার্কেট তাহলে সীতাকুণ্ডে লাশের মিছিল বের হবে। তাছাড়া স্বাস্থ্য বিধি অনুসরণ করছেন না এই মার্কেট ব্যবসায়ীরা।

অবশেষে আজ মঙ্গলবার ১৯ মে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন এক বিজ্ঞপ্তি জারি করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়,

ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, সীতাকুণ্ড উপজেলার নিম্ন লিখিত হাটবাজারে অবস্থিত মার্কেট সমূহে সরকার কর্তৃক নির্ধারিত স্বাস্থ্য বিধি অনুসরণ করে সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যাবসা বাণিজ্য পরিচালনা করা হচ্ছে না। এর কারণে করোনা ভাইরাস ব্যাপক হারে সংক্রমণের আশঙ্কা বিরাজ করছে। করোনা ভাইরাস সংক্রমণ রোধের লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে সীতাকুণ্ড উপজেলায় বিদ্যমান নিম্নলিখিত হাট বাজারে অবস্থিত মার্কেট সমূহ বন্ধ ঘোষণা করা হলো ( সংযুক্ত)। বাজার সমূহে ঔষুধের দোকান নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি, কাঁচা বাজার সমূহ , সার বীজ ও কীটনাশকের দোকান উক্ত নিষেধাজ্ঞার আওতাবহির্ভূত থাকবে। এ আদেশ ২০/৫/২০২০ থেকে কার্যকর করা হবে। এই নিষেধাজ্ঞা অমান্য করা হলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

লিখিত নির্দেশনা উল্লেখ করা হয়- পৌরসদর, কুমিরা,ভাটিয়ারী, বড়দারগারহাট বাজারে অবস্থিত মার্কেটগুলোতে সামাজিক দুরত্ব বজায় না রেখে চলছে বেচা-কেনা। এ অবস্থায় করোনা সংক্রামন রোধে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকল মার্কেট বন্ধ রাখতে হবে।