অনুদান পেলেন সীতাকুন্ডের ১২ নারী উদ্যোক্তা

অনুদান পেলেন সীতাকুন্ডের ১২ নারী উদ্যোক্তা
অনুদান পেলেন সীতাকুন্ডের ১২ নারী উদ্যোক্তা

পোস্টকার্ড নিউজ ।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তথ্য ও যােগাযােগ প্রযুক্তি বিভাগের ইনােভেশন ডিজাইন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ একাডেমি (আইডিয়া) থেকে ৫৫ হাজার টাকা করে অনুদান পেয়েছেন চুট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১২ নারী উদ্যোক্তা।

বৃহস্পতিবার ঢাকার আগারগাঁও শেরে-বাংলা নগরে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠিত এই আয়ােজনে সারা দেশের ১০০০ জন নারী উদ্যোক্তার প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।

নারী উদ্যোক্তা বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে সীতাকুণ্ড উপজেলার ১২ জন নারী উদ্যোক্তা এ অনুদানের জন্যে মনােনিত হন। এরা হচেছন রুমা আকতার, সাদিয়া তাসফিহ্য, চৈতি দে, নিলুফা ইয়াসমিন,সাবরিনা জেনিফা, রুজিনা আকতার, রুমা আকতার,শাহিনা আকতার, মৌসুমি শান্তা, শারমিন সুলতানা, প্রীতি ইলাহি এবং রহিমা আকতার।

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। নারী উদ্যোক্তা বাংলাদেশ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট রুপা আহমেদ।

উল্লেখ্য, ৫০ জন নারী উদ্যোক্ত রয়েছেন চট্টগ্রামের সীতাকুড়ে। তারা ঘরে বসেই অনলাইনে ব্যবসা পরিচালনা করছেন।

খালেদ / পোস্টকার্ড ;