অনেক সময় লেগেছে একজন সাকিব পেতে : মাশরাফি

অনেক সময় লেগেছে একজন সাকিব পেতে : মাশরাফি
মাশরাফি মোর্ত্তজা ও সাকিব আল হাসান। পুরোনো ছবি

ক্রীড়া প্রতিবেদক,সিলেট ।।

ক্রিকেটের অনন্য সম্পদ সাকিব আল হাসান। বোলিং-ব্যাটিং দুই ফর্মেই সমান পারদর্শী সাকিব ছিলেন টাইগারদের এক নম্বর অস্ত্র। তবে বর্তমানে তিনি এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ।

এদিকে টাইগার শিবিরে সাকিবের মতো স্পিন অলরাউন্ডার থাকলেও অভাব ছিল একজন পেস অলরাউন্ডারের। সেই অভাবও পুষিয়ে দিচ্ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। তবে বিশ্বকাপ থেকেই তিনি লড়ছেন ইনজুরির সঙ্গে।

দীর্ঘ দিন পরে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিরেই ব্যাটে-বলে দুর্দান্ত করেছেন সাইফউদ্দিন। ব্যাট হাতে ডেথ ওভারে ঝড় তোলার পর বল হাতে সর্বোচ্চ উইকেট শিকারিও (৩ উইকেট) হয়েছিলেন তিনি। তবে দ্বিতীয় ম্যাচে তাকে টিম ম্যানেজমেন্ট খেলায়নি ইনজুরির কথা বিবেচনা করে।

ওই ম্যাচে বাংলাদেশ ৩২২ রান করে মাত্র চার রানে জেতে। দ্বিতীয় ম্যাচে সাইফউদ্দিনের অভাববোধ করেছেন অধিনায়ক মাশরাফি মোর্ত্তজা। তবে সাইফউদ্দিনকে না খেলানোর বিষয়ে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত সঠিক ছিল বলে মন্তব্য করেন তিনি।

‘একজন সাকিব পেতেও আমাদের অনেক সময় লেগেছে এবং আমরা পেস বোলিং অলরাউন্ডার, আমার ক্যারিয়ারের শুরু থেকে আমি যতটুকু দেখেছি, খুঁজছে। টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত (সাইফউদ্দিনকে না খেলানো) আমার কাছে ভালো মনে হয়েছে’ -সাকিবের প্রসঙ্গ টেনে এভাবেই বলছিলেন মাশরাফি।

সাইফউদ্দিনকে না খেলানোর ব্যাখ্যা দিতে গিয়ে মাশরাফি বলেন, ‘আজকে ও খেলেনি, অবশ্যই সে ব্যাক স্ট্রেচ ফ্র্যাকচার (পিঠের ইনজুরি) থেকে আসছে ওকে প্রেশার দেওয়া রিস্কি। স্ট্রেচ ফ্র্যাকচার এমনিতেই এমন একটা জিনিস যেমন কোনো কারণে যদি আবার হয় সেটা কিন্তু এক, দেড়, দুই বছরের জন্য থেকে যায়। সাইফউদ্দিনকে খুব সাবধানে সামলাতে হবে, আমি মনে করি খুব ভালো সিদ্ধান্ত, ম্যাচটা আমরা যদি হারতাম তাও বলতাম।’

সাইফউদ্দিন বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ থেকেই পিঠের ইনজুরিতে ভুগছেন। জিম্বাবুয়ের বিপক্ষে খেলার আগে সর্বশেষ খেলেছিলেন সেপ্টেম্বরে ঘরের মাঠে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে। এরপর থেকে টানা মাঠের বাইরে। মিস করেছেন ভারত সিরিজ, বিপিএল ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ। জিম্বাবুয়ের বিপক্ষে ফিরলেও তাকে নিয়ে এখনো সতর্ক ক্রিকেট বোর্ড।

তাকে নিয়ে অধিনায়ক বলেন, ‘সাইফউদ্দিন আমার কাছে মনে হয় এই দলের একটা বড় সম্পদ ও সামর্থ্যবান, যাকে আমি চিন্তা করি যে ১০ থেকে ১১ বছর বাংলাদেশের ক্রিকেটে সেবা দেবে।’

আইসিসির নিষেধাজ্ঞায় থাকায় সাকিব এখন দলের বাইরে। ফিরবেন এই বছরের শেষে। এদিকে সাইফউদ্দিনকেও নিয়মিত পাচ্ছে না বাংলাদেশ। দেশের জন্য ব্যাটিং-বোলিং দুই বিভাগেই একজন পরিণত অলরাউন্ডারের সার্ভিস মিস করছে বাংলাদেশ।