শমসের আলী আর নেই , জানাজা শেষে বাইশ মহল্লা কবরস্থানে দাফন সম্পন্ন

শমসের আলী আর নেই , জানাজা শেষে বাইশ মহল্লা কবরস্থানে দাফন সম্পন্ন
শমসের আলী আর নেই , জানাজা শেষে বাইশ মহল্লা কবরস্থানে দাফন সম্পন্ন

ডেস্ক নিউজ, পোস্টকার্ড ।।

পূর্ব মাদারবাড়ি মাঝিরঘাট সড়কের মরহুম অধ্যক্ষ নূর মােহাম্মদ বাড়ি নিবাসী মরহুম মুহাম্মদ সােলায়মানের তৃতীয় পুত্র ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রলীগের সহ-সভাপতি মাে. মনির উদ্দিন এর চাচা এবং মাদারবাড়ী মুক্তকণ্ঠ ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক হারুন-অর রশিদের শ্বশুর মুহাম্মদ শমসের আলী ৬৩ বছর বয়সে গত ২৮ মে সকাল সাড়ে ১১টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ভাই, তিন বােন, দুই ছেলে ও এক মেয়ে, নাতি-নাতনি সহ অনেক আত্মীয় স্বজন রেখে যান।শনিবার বাদ আসর মাদারবাড়ি জামে মসজিদে নামাজের জানাযা শেষে বাইশ মহল্লা কবরস্থানে দাফন করা হয়।

তার মৃত্যুতে শােক প্রকাশ করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শেখ মুহাম্মদ ইসহাক, কমান্ডার মােজাফ্ফর আহমেদ, কাউন্সিলর গােলাম মাে, জুবায়ের, কাউন্সিলর মুহাম্মদ আতাউল্লাহ চৌধুরী, মুহাম্মদ আলী বক্স, মর্নিং ফিটনেস জোন এর প্রতিষ্ঠাতা দেবাশীষ বড়ুয়া দেবু, সাউথ এন্ড ক্লাব এর সাধারণ সম্পাদক মাে. সাইফুল্লাহ চৌধুরী, সমাজসেবক খলিলুর রহমান নাহিদ, জিয়া উদ্দিন। আহমেদ তানভীর, কামরুল হাসান, আসিফ আহমেদ, আসলাম হােসেন, মােশারফ হােসেন প্রমুখ।

খালেদ / পোস্টকার্ড ;