৫০ বছরে সোলস, আজ লোগো উন্মোচন

৫০ বছরে সোলস, আজ লোগো উন্মোচন
৫০ বছরে সোলস, আজ লোগো উন্মোচন

বিনোদন ডেস্ক ।।

দেশের অন্যতম ঐতিহ্যবাহী ব্যান্ড সোলস । ৫০ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে । আজ ঢাকার অভিজাত একটি ক্লাবে লোগো উন্মোচনের মধ্য দিয়ে শুরু হবে ৫০ বছর পূর্তি। ব্যান্ডটির অন্যতম সদস্য পার্থ বড়ুয়া জানান, ‌দলটির আগামী এক বছরের কর্মপরিকল্পনা সব কিছুই জানানো হবে আজ। গান প্রকাশের পাশাপাশি এই এক বছরে আরও বেশ কিছু বড় প্রজেক্ট হাতে নিচ্ছে সোলস। তারই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে আজ। 

চট্টগ্রাম থেকে ১৯৭৩ সালে সোলস ব্যান্ডের পথচলা শুরু। সাজেদ, লুলু ও রনি ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য। ধারাবাহিকভাবে সোলসে যোগ দেন নকীব খান, পিলু খান, তপন চৌধুরী, নাসিম আলী খান, আইয়ুব বাচ্চু, রনি বড়ুয়া, নেওয়াজ, পার্থ বড়ুয়াসহ অনেকে। বর্তমানে ব্যান্ডে রয়েছেন নাসিম আলী খান ও পার্থ বড়ুয়া, আহসানুর রহমান আশিক (ড্রামস), মীর শাহরিয়ার মাসুম (কি-বোর্ড) ও মারুফ হাসান রিয়েল (বেজ গিটার)।

১৯৮২ সালে প্রকাশিত হয় সোলসের প্রথম অ্যালবাম ‘সুপার সোলস’। এটি ছিল দেশের ব্যান্ড সংগীতের ইতিহাসে অন্যতম জনপ্রিয় অ্যালবাম। এ পর্যন্ত ১৩টি অ্যালবাম প্রকাশ হয়েছে সোলসের।

খালেদ / পোস্টকার্ড ;