হোম কোয়ারেন্টাইনে না থাকায় সীতাকুণ্ডে এক প্রবাসীকে ২০ হাজার টাকা জরিমানা

হোম কোয়ারেন্টাইনে না থাকায় সীতাকুণ্ডে এক প্রবাসীকে ২০ হাজার টাকা জরিমানা
হোম কোয়ারেন্টাইনে না থাকায় সীতাকুণ্ডে এক প্রবাসীকে ২০ হাজার টাকা জরিমানা

সীতাকুণ্ড প্রতিনিধি।।

হোম কোয়ারেন্টাইনে না থেকে প্রকাশ্যে চলা ফেরার দায়ে সীতাকুণ্ডের এক সৌদি আরব প্রবাসীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত প্রবাসী উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বাসিন্দা। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় এই জরিমানা প্রদান ও আদায় করেন। ওই প্রবাসী গত ৯ মার্চ দেশে ফিরেন।

এ বিষয়ে মিল্টন রায় বলেন, ‘১৯ মার্চ পর্যন্ত সীতাকুণ্ডে ১১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। দেশের বাহিরে থেকে আসার পর আমরা ১৪ দিন নিজ বাড়ির বাইরে না যাওয়ার জন্য বলেছি। এরপরও কিছু প্রবাসী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। খবর পেলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।’

তিনি জানান, সৌদি আরব থেকে দেশে আসা প্রবাসীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া আরো বেশ কয়েকজন দেশে আসা প্রবাসীকে ১৪ ঘরের বাহিরে বের না হওয়ার পরামর্শ দেন।