সাড়ে পাঁচ লাখ টাকায় বন্দরের অফিস সহায়ক পদে চাকরি, ৫ প্রতারক গ্রেফতার

সাড়ে পাঁচ লাখ টাকায় বন্দরের অফিস সহায়ক পদে চাকরি, ৫ প্রতারক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ।।

ভুয়া নিয়োগপত্র দেখিয়ে সুদূর পঞ্চগড় থেকে সোহেল মিয়া নামের এক যুবককে চট্টগ্রাম বন্দরে চাকরি দেওয়ার নাম করে চট্টগ্রামে নিয়ে আসে এক প্রতারক চক্র।

সাড়ে পাঁচ লাখ টাকায় বন্দরের অফিস সহায়ক পদে চাকরি। চক্রটি ইতিপূর্বে অগ্রিম পঞ্চাশ হাজার টাকা হাতিয়ে নিয়েছে।

চট্টগ্রামে এনে ভুয়া নিয়োগপত্র দিয়ে অবশিষ্ট টাকা দাবি করলে ভুক্তভোগী সোহেল মিয়ার পরিচিত এক লোক বিষয়টি চট্টগ্রামের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানাকে অবহিত করেন।

মাসুদ রানা নিয়োগপত্রে স্বাক্ষরকারী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মো. মমিনুর রশিদকে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ফোন করলে তিনি এটি ভুয়া নিয়োগপত্র বলে জানান।

এদিকে চাকরিপ্রত্যাশী সোহেল মিয়ার মুঠোফোন নম্বর সংগ্রহ করে ম্যাজিস্ট্রেট মাসুদ রানা প্রতারক চক্রসহ সোহেল মিয়ার অবস্থান বের করেন। নগরীর আগ্রাবাদের আবাসিক হোটেল দুবাই-এর ২১১ নম্বর কক্ষে তারা অবস্থান করছিলেন।

সাথে সাথেই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর এডিসি ইন্টেলিজেন্সকে জানানো হলে ডবলমুরিং থানার এসআই অর্নব বড়ুয়া সহ সাদা পোশাকে পুলিশের একটি টিম ম্যাজিস্ট্রেট মাসুদ রানা সহ সেখানে পৌঁছায় এবং প্রতারক চক্রের রতন ও রেজাউল ইসলাম রেজা সহ পাঁচ সদস্যকে আটক করেন।

এই ঘটনায় প্রতারক চক্রের বিরুদ্ধে নিয়মিত মামলার জন্য আটক পাঁচজনকে আজ বৃহস্পতিবার (২৫ জুন) ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়েছে৷