সহজলভ্য করতে হবে বেসরকারি হাসপাতালের চিকিৎসা সেবা - স্বাস্থ্যমন্ত্রী

সহজলভ্য করতে হবে বেসরকারি হাসপাতালের চিকিৎসা সেবা - স্বাস্থ্যমন্ত্রী
সহজলভ্য করতে হবে বেসরকারি হাসপাতালের চিকিৎসা সেবা - স্বাস্থ্যমন্ত্রী

পোস্টকার্ড নিউজ ।।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেন, বাংলাদেশের প্রায় ১৭ কোটি মানুষকে সেবা প্রদান করতে হচ্ছে। করোনা কালে চিকিৎসা সম্পর্কিত সুযোগ-সুবিধা স্বল্প থাকা সত্ত্বেও আমরা চেষ্টা করেছি দেশের মানুষকে সর্বোত্তম সেবা প্রদান করতে। দেশের প্রায় ৯৮ শতাংশ লোক ভ্যাক্সিন নিয়েছে। শুধু করোনা রোগীদের জন্য ২০ হাজার বেডের ব্যবস্থা করেছি, দেশে প্রায় ১২০ টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন করেছি। বাংলাদেশে অনেক মানুষ আছে যারা এভারকেয়ার , ইউনাইটেড ও স্কয়ার এর মতন বড় হাসপাতালে চিকিৎসা সুবিধা নিতে পারেনা। তাই বেসরকারি হাসপাতালের চিকিৎসা সেবা সহজলভ্য করতে হবে।

আজ এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম এর উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বলেন, আমরাও চাই সরকারি ও বেসরকারি খাত যৌথভাবে স্বাস্থ্যসেবা কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাক। এখন আমাদের দেশ থেকে অনেক মানুষ ভালো চিকিৎসা সুবিধা নেওয়ার জন্য দেশের বাইরে চলে যাচ্ছে। আমরা যদি দেশে ভালো চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে পারি তবেই দেশের মানুষের চিকিৎসা নেওয়ার জন্য দেশের বাইরে যাওয়া বন্ধ করা সম্ভব। 

এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম চালু হওয়ার গুরুত্ব প্রসঙ্গে বিশেষ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি বলেন, “২০১৯ সালে আমরা যখন চতুর্থবারের মতো সরকার গঠন করি তখন জনগণের কাছে আমাদের প্রতিশ্রুতি ছিলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা স্বপ্নের বাস্তবায়ন এর লক্ষ্যে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তর করা। উন্নত অর্থনীতির  দেশগুলোর মানুষের জন্য বিশ্বসেরা ও গুণগতমানের স্বাস্থ্যসেবা প্রদানের বিষয়টি গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে, স্বীকৃতিপ্রাপ্ত ও উন্নত সেবা প্রদানে সক্ষম বৈশ্বিক হাসপাতালের চেইন এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের কার্যক্রমের  উদ্বোধন আমাদের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে মাইলফলক হিসেবে কাজ করবে।”

এসময় এভারকেয়ার এর এমডি রত্নাদীপ সাসকর এর সভাপতিত্বে সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আলহাজ্ব এম. জহিরুল আলম দোভাষ, এভারকেয়ার হাসপাতাল বাংলাদেশের চেয়ারম্যান বব কুন্দানমাল এবং এভারকেয়ার গ্রুপের সিইও ম্যাসিমিলিয়ানো কোলেলা বক্তৃতা করেন। উদ্বোধনী কার্যক্রম পরিচালনা করেন টিপিজি গ্রোথের কো-ম্যানেজিং পার্টনার ও এভারকেয়ার গ্রুপের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান ম্যাথু হোবার্ট। এছাড়াও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ও অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ।

খালেদ / পোস্টকার্ড ;