সবাই এখন আওয়ামী লীগের নৌকায় উঠতে চায় - তথ্যমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি ।।

সবাই এখন আওয়ামী লীগের নৌকায় উঠতে চায় - তথ্যমন্ত্রী
ড. হাছান মাহমুদ এমপি ( ফাইল ছবি )

ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, ‘পরপর তিনবার রাষ্ট্র ক্ষমতায় থাকার কারণে আমাদের দলে অনেক অনুপ্রবেশে ঘটেছে। এখন সবাই আওয়ামীলীগ হতে চায়, সবাই আওয়ামী লীগের নৌকায় উঠতে চায়।’

 

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী শনিবার দুপুরে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় তথ্যমন্ত্রী বলেন, ‘সবাইকে আওয়ামী লীগের নৌকায় তোলার প্রয়োজন নেই। যে সমস্ত অনুপ্রবেশকারী ইতিমধ্যেই ঢুকেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একসময় যারা আওয়ামী লীগের বিরুদ্ধাচরণ করতো, তারা নানাভাবে পদ পদবী পেয়েছে। এ আবর্জনা সম্মেলনের আগেই পরিষ্কার করতে হবে। পরীক্ষিত নেতাকর্মীরাই পদ-পদবির দাবিদার।’

ড. হাছান মাহমুদ এমপি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, ‘প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে, তাই মাদক নির্মূলে দলের সবাইকে কাজ করতে হবে। কিছু মানুষের কারণে আমাদের দলের দুর্নাম হতে পারে। তাই এ ব্যাপারে দলের সকল নেতাকর্মীকে সতর্ক থাকাতে হবে।’

উন্নয়ন কর্মকাণ্ড যেন কোন উইপোকা খেয়ে না ফেলে সেজন্য দলের নেতাকর্মীদের সদা সতর্ক থাকতে হবে বলেও জানান তথ্যমন্ত্রী ডা. হাছান মাহমুদ।

এসময় কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফার সভাপতিত্বে কক্সবাজার শহরের হিল ডাউন সার্কিট হাউজের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, নারী সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মজিবুর রহমান। এ সময় আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের প্রধানরা উপস্থিত ছিলেন।