সন্ত্রাসী হামলায় সীতাকুন্ড গারো পল্লীতে নারীসহ আহত ১২

সন্ত্রাসী হামলায় সীতাকুন্ড গারো পল্লীতে নারীসহ আহত ১২
সন্ত্রাসী হামলায় সীতাকুন্ড গারো পল্লীতে নারীসহ আহত ১২

সীতাকুন্ড প্রতিনিধি।।

সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে সীতাকুন্ডে গারো পল্লীতে । এসময় বসতঘর ভাঙচুরের পাশাপাশি দেড় লক্ষাধিক নগদ টাকা লুট করারও অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার কুমিরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সোনারপাড়া রহমতপুর মহল্ল্যপাড়ার গারো পল্লীতে এ হামলার ঘটনা ঘটে। এঘটনার পর বৃহস্পতিবার বিকেলে আহত উইলিয়াম গারো (৫৩) বাদি হয়ে ইউপি সদস্য রফিক, সোহেলসহ ১০/১২জনকে আসামি করে সীতাকুন্ড থানায় একটি অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে গারো পল্লীতে অতর্কিত হামলার ঘটনা ঘটে। এসময় সন্ত্রাসীরা নারীদের শ্লীলতাহানির চেষ্টা চালায়। এতে বাধা দিলে রফিক মেম্বার ও তার অনুসারীরা উইলিয়াম গারো, বেদনা গারো, মিতালি গারোসহ ১২জনকে পিটিয়ে আহত করে। একপর্যায়ে সন্ত্রাসীরা উইলিয়াম গারোর ঘরে থাকা গরু বিক্রির ৩০হাজার টাকা, বেদনা গারোর ৭০ হাজার টাকা,মিতালি গারোর ৩০ হাজার টাকা,রতন গারোর ৬ হাজার টাকা লুট করে। হামলাকালে গারো নারীদের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। হামলায় আহত উইলিয়াম গারো অভিযোগ করে বলেন,আমরা অসহায় লোক,সমাজের অত কিছু বুঝি না। হঠাৎ সকালে রফিক মেম্বারের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমাদের পল্লীতে অতর্কিত হামলা,ভাংচুর ও লুটপাট শুরু করে। এবিষয়ে জানতে কুমিরার ইউপি চেয়ারম্যান মোরশেদ আলম চৌধুরীর মুঠোফোনে একাধিকাবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সীতাকুন্ড থানার ওসি মো.ফিরোজ হোসেন মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বসতঘরে হামলা ও লুটপাটের ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।