সীতাকুন্ডের নারী নির্যাতন মামলায় পলাতক আসামী গ্রেফতার

সীতাকুন্ড প্রতিনিধি ।।

সীতাকুন্ডের নারী নির্যাতন মামলায় পলাতক আসামী গ্রেফতার

কোর্টের পরোয়ানাভূক্ত,নারী নির্যাতন মামলায় শাখাওয়াত হোসেন (৩৯) পলাতক আসামীকে আটক করেছে মডেল থানা পুলিশ।

শনিবার রাতে পৌরসদর ডিটি রোডের একটি মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়,উপজেলার সিরাজ ভুইয়া রাস্তার মাথা দক্ষিণ রহমত নগর এলাকার মৃত মো.জামাল উল্ল্যাহর পুত্র শওকত ঘটা করে বিয়ে করে পার্শ্ববর্তী উপজেলা মীরসরাইয়ের পশ্চিম খইয়া ছরা এলাকার এক সমভ্রান্ত পরিবারের কন্যাকে।

বিয়ের পর থেকে শওকত নিজ স্ত্রীকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো।

নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় অনেকটা নিরূপায় হয়ে তার স্ত্রী  চট্টগ্রাম পারিবারিক আদালতে নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করেন।মামলায় ২০১৮ আগস্টে পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।

কিন্তু দীর্ঘ এক বছরে কোন সমাধান না হওয়ায় ফের আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা জারি হয়। এর প্রেক্ষিতে পুলিশ শনিবার তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে দারোগা সাইফুল বলেন,দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর সীতাকুণ্ড বাজারে আসলে সোর্সের মাধ্যমে তাকে আমি গ্রেফতার করি। রবিবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

এবিষয়ে ওসি দেলোয়ার হোসেন বলেন, কোর্টের পরোয়ানাভূক্ত আসামী গ্রেপ্তার করে চালান দেয়ায় পুলিশের দায়িত্ব ও কর্তব্য।