সিগারেটের ধোঁয়া ছুঁড়ে মারার ঘটনাকে কেন্দ্র করে সীতাকুণ্ডে দুই ডেকোরেটার্স শ্রমিক খুন, আটক ৩

সিগারেটের ধোঁয়া ছুঁড়ে মারার ঘটনাকে কেন্দ্র করে সীতাকুণ্ডে দুই ডেকোরেটার্স শ্রমিক খুন, আটক ৩
সীতাকুন্ডে সহপাঠিদের হাতে দুই কিশোর খুন, আটক ৩

সীতাকুণ্ড প্রতিনিধি।।

সিগারেটের ধোঁয়া মুখে ছুঁড়ে মারার ঘটনাকে কেন্দ্র করে সীতাকুণ্ডে কিশোর গ্যাংয়ের হাতে দুই ডেকোরেটাস শ্রমিক খুন হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ভূঁইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো পৌরসভার আমিরাবাদ গ্রামের আব্বাস আলীর ছেলে মো. জাহিদ (২৪) ও ভূঁইয়াপাড়া এলাকার নায়েব আলীর ছেলে মো. শাহীন (২২)। গত বৃহস্পতিবার রাত ১টার দিকে জাহিদ ও গতকাল শুক্রবার ভোরে শাহীন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় পুলিশ বাহার হোসেন(২২), আরমান(২৪), রকি (২২) নামে তিন তরুণকে আটক করেছে।

গতকাল শুক্রবার সকালে এ খবর ছড়িয়ে পড়ার পর ঘটনাস্থলে ছুটে যান সীতাকুণ্ড থানার ওসি মো. ফিরোজ হোসেন মোল্লা, পরিদর্শক (তদন্ত) শামীম শেখ, পরিদর্শক (ইন্টেলিজেন্স) সুমন বণিকসহ পুলিশ সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য রেললাইনের ধারে বসে আড্ডা দিচ্ছিল। এদের বয়স ১৬ থেকে ২২ বছরের মধ্যে। এসময় তাদের কেউ কেউ মোবাইল ফোনে গেম খেলছিল। আবার কেউ সিগারেট খাচ্ছিল। এ সময় তাদের একজনের সিগারেটের ধোঁয়া নবম শ্রেণির এক ছাত্র ইরফান (১৬) নামে এক কিশোরের মুখে ঢুকে যাওয়ায় সে প্রতিবাদ করে। তাদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে স্থানীয় এক বড়ভাই গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনার বিচার করে দেবে বলে তাদের বাড়ি পাঠিয়ে দেয়। পরদিন ইরফানের পক্ষে বৈঠকে যোগ দিতে যাওয়া জাহিদ ও শাহীনকে প্রতিপক্ষের সন্ত্রাসীরা ধারালো ছোরা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তারা দুজন মারা যায়। সকালে নিহতদের বাড়িতে গিয়ে দেখা যায়, পরিবারের স্বজনরা শোকে মাতম করছেন। নিহত দুইজনেই ডেকোরেটার্স শ্রমিক। নিহত মো. জাহিদ বিবাহিত, ৪মাসের এক পুত্র সন্তান রয়েছে তার।

পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিউল আলম মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নবম শ্রেণির এক ছাত্রের মুখে সিগারেটের ধোঁয়া ছাড়ার ঘটনা নিয়ে দুটি পক্ষের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক(এএসআই) মোহাম্মদ আলাউদ্দিন তালুকদার বলেন, ছুরিকাঘাতে আহত দুই যুবকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকি]সাধিন অবস্থায় তারা মারা যায়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা বলেন, গত বুধবারের ঘটনাটি মীমাংসার জন্য স্থানীয় একজনের কাছে যাচ্ছিল কিশোর গ্যাংয়ের দুই পক্ষের লোকজন। ইরফানের পক্ষে যাচ্ছিল শাহীন ও জাহিদ। পথে দুই পক্ষ পুনরায় মুখোমুখি হয়। এতে শাহীন ও জাহিদকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। ওসি জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন তরুনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হবে।