সীতাকুণ্ডের সামি ইউক্রেনে জাহাজে আটকে আছে, দুশ্চিন্তায় মা-বাবা

সীতাকুণ্ডের সামি ইউক্রেনে জাহাজে আটকে আছে, দুশ্চিন্তায় মা-বাবা
সীতাকুণ্ডের সামি ইউক্রেনে জাহাজে আটকে আছে, দুশ্চিন্তায় মা-বাবা

পোস্টকার্ড ডেস্ক ।।

সীতাকুণ্ডের ছেলে সালমান সরোয়ার সামি (২৬) । চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আটকেপড়া জাহাজ ‘বাংলার সমৃদ্ধিতে’ আটকা পড়েছেন। ছেলের চিন্তায় বাংলাদেশে বিনিদ্র রাত কাটাচ্ছেন মা-বাবা। জাহাজটিতে চতুর্থ ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত আছেন সালমান সরোয়ার। তিনি উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ভাটিয়ারী গ্রামের মাহফুজুল হকের ছেলে। আটকেপড়া জাহাজে থাকা সব বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরাতে প্রধানমন্ত্রী, নৌপরিবহন মন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর নিকট আকুল আবেদন জানান তার মা।

সালমান সরোয়ারের মা ভাটিয়ারী টিএসি উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ছেমন আরা বেগম জানান, গত ২০ ফেব্রুয়ারি সালমান সরোয়ার চতুর্থ ইঞ্জিনিয়ার হিসেবে বাংলার সমৃদ্ধিতে যোগ দেন। গতকাল বুধবার রাত ১০টায় ছেলের সঙ্গে সবশেষ কথা হয় তার। এ সময় ক্ষেপণাস্ত্র হামলায় জাহাজটির তৃতীয় ইঞ্জিনিয়ার মারা গেলেও বাকিরা অক্ষত আছেন বলে মোবাইলে সালমান মাকে জানান।

ছেমন আরা বেগম বলেন, “আমার ছেলের মতো মোট ২৮ জন বাংলাদেশি ইউক্রেনের বন্দরে ‘বাংলার সমৃদ্ধিতে’ আটকা পড়েছেন। অজানা উদ্বেগ ও আশংকায় আমাদের বিনিদ্র রাত কাটছে। আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রী, নৌ-পরিবহন মন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাই।’

ইউক্রেনে যুদ্ধ শুরু হলে জাহাজটি আটকা পড়ে দেশটির অলিভিয়া বন্দরে। জাহাজে দুই নারীসহ ২৯ জন বাংলাদেশি ছিলেন। বুধবার রাতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় চতুর্থ ইঞ্জিনিয়ার বাংলাদেশের বরগুনার মোহাম্মদ হাদিসুর রহমান নিহত হন।

খালেদ / পোস্টকার্ড ;