সীতাকুণ্ডের বিএম ডিপোতে ক্ষতিগ্রস্তদের লন্ডনস্থ বাংলা সেন্টারের সহায়তা

সীতাকুণ্ডের বিএম ডিপোতে ক্ষতিগ্রস্তদের লন্ডনস্থ বাংলা সেন্টারের সহায়তা
সীতাকুণ্ডের বিএম ডিপোতে ক্ষতিগ্রস্তদের লন্ডনস্থ বাংলা সেন্টারের সহায়তা

সীতাকুণ্ড প্রতিনিধি।।

সীতাকুণ্ডের সোনাইছড়ির বিএম ডিপোতে অগ্নিকাণ্ডের পর ভয়াবহ বিস্ফোরণে নিহত ও আহত সীতাকুণ্ডের স্থায়ী বাসিন্দা ১০ পরিবারের মাঝে আর্থিক অনুদান দিয়েছে লন্ডনস্থ বাংলা সেন্টার। রবিবার বিকাল ৫টার সময় সীতাকুণ্ড প্রেস ক্লাব মিলনায়তনে ওই সহায়তা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিএম ডিপোতে নিহত ৪ ও আহত ৬ পরিবারকে নগদ অর্থ দেয়া হয়। সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী’র পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ডাঃ মোঃ আব্দুর রাজ্জাক, পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর জি.এম নুর আহ্ম্মদ মজুমদার, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও দৈনিক কর্ণফুলীর পত্রিকার মফস্বল সম্পাদক মোজাহিদুল ইসলাম।

এসময় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম হেদায়েত, এম সেকান্দর হোসাইন, সহ-সভাপতি জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল ফারুক সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

খালেদ / পোস্টকার্ড ;