সীতাকুণ্ডের কুমিরা ফেরিঘাটে স্টিমারের দাবিতে হামলা, আটক ৯

সীতাকুণ্ডের কুমিরা ফেরিঘাটে স্টিমারের দাবিতে হামলা, আটক ৯
সীতাকুণ্ডের কুমিরা ফেরিঘাটে স্টিমারের দাবিতে হামলা, আটক ৯

পোস্টকার্ড ডেস্ক ।।

সীতাকুণ্ডের কুমিরা ঘাট থেকে সন্দ্বীপ গুপ্তছড়া ঘাটে স্টিমার সার্ভিসের দ্বিতীয় ট্রিপের দাবিতে ব্যাপক ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আজ বুধবার (২৮ জুন) বিকাল ৩টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৯ জনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায় , বুধবার সকাল থেকে ঈদে সন্দ্বীপ যাওয়ার জন্য কয়েক হাজার যাত্রী কুমিরা ঘাটে এসে অবস্থান করে। সকালে এমভি আইভি রহমান জাহাজে এক হাজারের বেশি যাত্রী সন্দ্বীপ যাত্রা করেন। বৈরী আবহাওয়ার কারণে সন্দ্বীপ চ্যানেল উত্তাল থাকায় কুমিরা ঘাট কর্তৃপক্ষ স্পিডবোট ও অন্যান্য নৌ-যান বন্ধ রাখেন। দুপুর ২টায় ঘাট কর্তৃপক্ষ স্টিমার দ্বিতীয় ট্রিপের জন্য না আসার কারণে যাত্রী পারাপার বন্ধের কথা মাইকে ঘোষণা করেন। এ সময় ঘাটে প্রায় সাত শ যাত্রী ছিলেন।

ঘোষণার পরপর হলুদ টি-শার্ট পড়া এক যাত্রী ঘাটের যাত্রী ছাউনিতে অবস্থান করা অন্যান্য যাত্রীদের বের করে দিয়ে ভাংচুর চালান। তার নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন হামলা ও ভাংচুরে অংশ নেয়। ভাংচুরের সময় তারা অশ্রাব্য ভাষায় বিভিন্নজনকে উদ্দেশ্য করে গালি দিয়ে আগুন লাগিয়ে দেওয়ার ঘোষণা দিতে শোনা যায়। এদের কয়েকজন ঘাটের কাউন্টারের দরজা ভাংচুর করে ভিতরে ঢুকে টিকিট ও নগদ টাকা লুটপাট করে। যাত্রী ছাউনির সিসি ক্যামেরা, টিভি, দরজা-জানালা, চেয়ার, মাতৃদুগ্ধ পানের কক্ষ ও দুই তলায় স্টাফদের ট্রাংক ভাংচুর করে। প্রায় আধ ঘণ্টা ব্যাপী এই ভাংচুর করে। ভাংচুরের ঘটনায় যাত্রীরা ভীত হয়ে ছুটাছুটি করে নিরাপদে সরে যায়।

এ সময় ঘাটে দায়িত্বে থাকা নৌ-পুলিশ প্রথমে ভাংচুরকারীদের বুঝানোর চেষ্টা করে। পরে হামলাকারীরা তাদের দিকে তেড়ে আসলে পুলিশ নিরাপদ দূরত্বে সরে যায়। হামলাকারীরা কয়েকজন ঘটনাস্থল থেকে সীতাকুণ্ড থানা এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে ভাংচুরের ঘটনা জানানোর প্রায় ৪০ মিনিট পর পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘাটের কাউন্টারে দায়িত্বে থাকা আমির হোসেন জানান, হামলাকারীরা প্রথমে জানালার গ্লাস ভাংচুর করে ভিতরের দিকে ভাঙ্গা গ্লাস ও পাথর ছুড়ে। পরে আমরা দ্রুত ভিতরের রুমে আশ্রয় নিই। এরপর তারা কাউন্টারের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে ক্যাশ কাউন্টার থেকে টাকা ও টিকিট ছিনিয়ে নেয়।

পুলিশ সিসি টিভির ফুটেজ দেখে ৯ জনকে আটক করেছে। এই ঘটনায় মামলা করা হবে জানিয়েছেন বিআইডব্লিউটিএ। ভাংচুরের ঘটনায় জড়িত ৯ জনকে আটক করা হয়েছে বলে জানান সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ ।

খালেদ /  পোস্টকার্ড ;