সীতাকুণ্ড সাগরে ভেসে এল কোটি টাকার হোস পাইপ

সীতাকুণ্ড সাগরে ভেসে এল কোটি টাকার হোস পাইপ
সীতাকুণ্ড সাগরে ভেসে এল কোটি টাকার হোস পাইপ

সীতাকুণ্ড প্রতিনিধি।।

সীতাকুণ্ডের সাগর উপকূলে ভেসে এসেছে একটি তামার হোস পাইপ। সোমবার বিকেলে নৌ পুলিশ এ খবর পেয়ে হোস পাইপটি জব্দ করে। তবে এটি কার, কোথা থেকে এসেছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা সাগর উপকূলে একটি হোস পাইপ সাগর উপকূলে ভেসে আসে। স্থানীয় কয়েকজন জেলে হোস পাইপটি দেখে সেটি লোহার টুকরো ভেবে বিক্রির উদ্দেশ্যে টেনে কূলে নিয়ে আসেন। কিন্তু পরবর্তীতে দেখেন সেটি বিশালাকার একটি পাইপ। জোয়ার চলে গেলে ভারি লোহাটি আটকে যায় তীরে। এই খবর পেয়ে বিকালে ঘটনাস্থলে উপস্থিত হন কুমিরা নৌ পুলিশের একটি দল।

নৌ পুলিশের ইন্সপেক্টর মো. একরাম হোসেন বলেন, উদ্ধারকৃত হোস পাইপটির মাধ্যমে তেল বা গ্যাস সরবরাহ করা হয়। এটি কোন জাহাজ থেকে অন্য জাহাজে তেল সরবরাহ, অথবা জাহাজ থেকে তেল বা গ্যাস ক্ষেত্রে সরবরাহের কাজে ব্যবহৃত হয়ে থাকে। এ ধরনের হোস পাইপের মূূল্য কোটি টাকাও হতে পারে।

সরকারি বা বেসরকারি কোন স্থান থেকে এটি বন্যার কারণে ভেসে আসতে পারে বলে ধারণা করেন তিনি। তবে এটি আমরা স্থানীয় জিম্মায় রেখেছি। মালিকের খোঁজ পেলে তুলে দেওয়া হবে।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, সম্প্রতি সিলেটে যে ভয়াবহ বন্যা হয়েছে সেখান থেকে হোস পাইপটি এখানে ভেসে আসতে পারে। তবে এর মালিক পাওয়া গেলে পুরোটাই নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি ।

খালেদ /পোস্টকার্ড ;