সীতাকুণ্ডে রিক্সা চালককে উপুর্যপরি ছুরিকাঘাত, আটক ১

সীতাকুণ্ডে রিক্সা চালককে উপুর্যপরি ছুরিকাঘাত, আটক ১
সীতাকুণ্ডে রিক্সা চালককে উপুর্যপরি ছুরিকাঘাত, আটক ১

পোস্টকার্ড ডেস্ক ।।

তর্কাতর্কির জের ধরে চট্টগ্রামের সীতাকুণ্ডে এক রিক্সা চালককে উপুর্যপরি ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করেছে এক দুস্কৃতিকারী। এতে ওই রিক্সাচালক গুরুতর আহত হলে আশংকাজনক অবস্থায় তাকে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

রবিবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার বাড়বকুণ্ড বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে হামলাকারীকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লার মুরাদনগর থানার বাসিন্দা মো. হোসেনের পুত্র বর্তমানে সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে বসবাসকারী রিক্সা চালক মো. কামাল উদ্দিনের (৩৫) সাথে রবিবার সকালে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় বাড়বকুণ্ড ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের মো. আবুল হোসেনের পুত্র নাহিদু ইসলাম নাঈমের (১৯)। এ বিষয়টি নিয়ে বিকেল আনুমানিক সোয়া ৩টার দিকে কামাল উদ্দিনকে বাড়বকুণ্ড বাজারে পেয়ে উপর্যুপরি পেটে ও পায়ে ছুরিকাঘাত করে নাঈম। এতে রক্তাক্ত হয়ে কামাল ঘটনাস্থলে পড়ে গেলে নাঈম পালিয়ে যায়। এসময় এলাকাবাসী আশংকাজনক অবস্থায় কামাল উদ্দিনকে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেকে স্থানান্তর করেন। বর্তমানে তিনি আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন।

অন্যদিকে ঘটনার খবর পেয়ে সীতাকুণ্ড থানার পুলিশ অভিযান চালিয়ে নাঈমকে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে আহতের বাবা মো. হোসেন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, ঘটনার পরপরই আমরা অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করেছি। এ বিষয়ে মামলা হয়েছে।

খালেদ / পোস্টকার্ড ;