যুব উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে সীতাকুণ্ডে শীতবস্ত্র বিতরণ

যুব উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে সীতাকুণ্ডে শীতবস্ত্র বিতরণ

সীতাকুণ্ড প্রতিনিধি ।।

সীতাকুণ্ড যুব উন্নয়ন ফাউন্ডেশন এর উদ্যোগে অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আজ সকালে সীতাকুণ্ড পৌরসভা মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  সীতাকুণ্ড পৌরসভার মাননীয় মেয়র  বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম।এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো:শাহ আলম,সীতাকুণ্ড বাজার কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ওয়াহিদী।

সীতাকুণ্ড যুব উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি এম কে মনিরের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সীতাকুণ্ড সমিতির সাবেক সভাপতি লায়ন মো:গিয়াস উদ্দীন, সীতাকুণ্ড সমিতির সাধারন সম্পাদক লায়ন নাছির উদ্দীন মানিক,সিনিয়র সহ সভাপতি লায়ন আলহাজ্ব বেলাল হোসেন,সহ সভাপতি লায়ন কাজী আলী আকবর জাসেদ,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক লায়ন ইঞ্জিনিয়ার মো:কামরুদ্দোজা।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর দিদারুল আলম এ্যাপোলো, সীতাকুণ্ড সমিতির আইন ও মানবাধিকার সম্পাদক এডভোকেট সরওয়ার হোসেন লাভলু,সীতাকুণ্ড যুব উন্নয়ন ফাউন্ডেশনের আইন উপদেস্টা ব্যারিস্টার এস এম সাকিল,সাবেক ছাত্রনেতা কবি আতাউল আরিফ,কথা সাহিত্যিক দেবাশীষ ভট্টাচার্য।

সীতাকুণ্ড অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম বিএসসির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলো সংগঠনের সভাপতি হারুনুর রশিদ,প্রথম প্রহর ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মো:সাদেক, সীতাকুণ্ড পাবলিক স্কুলের শিক্ষক মো:জাহেদুল ইসলাম,লিও ডিস্ট্রিক জোন ডিরেক্টর আরাফাত এলাহী,সীতাকুণ্ড যুব উন্নয়ন ফাউন্ডেশনের সিনিয়র সহ সভাপতি জয়নাল আবেদীন, সহ সভাপতি সায়েদ উদ্দীন, অর্থ সম্পাদক সাজ্জাদ হোসেন,আইন সম্পাদক এডভোকেট শাহাদাত হোসেন,বন ও পরিবেশ সম্পাদক নুরুল আজম,আইটি সম্পাদক ইফতেখার উদ্দীন ইমন,শিশু ও মহিলা সম্পাদিকা নাহিদা আক্তার,প্রচার সম্পাদক মেহেদী হাসান সাকিব,ত্রাণ সম্পাদক আরিফ,স্বাস্থ্য সম্পাদক তুষার চৌধুরী, বাণিজ্য সম্পাদক সৈয়দ আল হোসাইন আয়াস,কার্যকরি সদস্য বোরহান উদ্দীন, সদস্য মো:রবিন, সদস্য নুরুচ্ছাপা প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম বলেন আমাদের যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে বাঁচাতে হলে যুব সমাজকেই এগিয়ে আসতে হবে। যুব সমাজই পারে সমাজ থেকে মাদক,ইভটিজিং,বাল্যবিবাহ দূর করতে।তিনি আরো বলেন যারা মাদকের সাথে জড়িত তাদেরকে মাদকমুক্ত করতে হলে যুব সংগঠনে তাদেরকে যুক্ত করে ভালো পথে নিয়ে আসতে হবে। যুব সংগঠন তাদেরকে আলোর পথ দেখাতে হবে। আর যদি কেউ মাদক না ছাড়ে তাহলে যুব সমাজ তাকে প্রশাসনের কাছে হস্তান্তর করবে। তিনি সীতাকুণ্ড যুব উন্নয়ন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ কর্মসূচীকে সাধুবাদ জানিয়ে বলেন যুব উন্নয়ন ফাউন্ডেশন যে কাজ করছে নি:সন্দেহে এটি মানবতার এক অনন্য দৃষ্টান্ত। তিনি সীতাকুণ্ড যুব উন্নয়ন ফাউন্ডেশনের উত্তোরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।অনুষ্ঠানে সীতাকুণ্ড  পৌরসভার বিভিন্ন এলাকার মোট ৫০ জন দু:স্থ ও শীতার্ত মানুষের মাঝে জ্যাকেট বিতরণ করা হয়।অনুষ্ঠানের শীতবস্ত্র বিতরণের পর সীতাকুণ্ড যুব উন্নয়ন ফাউন্ডেশন এর কার্যকরি পরিষদ সীতাকুণ্ড পৌরসভার মাননীয় মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কাছ থেকে  সংগঠনের রেজিস্ট্রেশন সনদ গ্রহণ করেন। এরপর আমন্ত্রিত অতিথিবৃন্দকে  মিস্টি মুখ করান সীতাকুণ্ড যুব উন্নয়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।