সীতাকুণ্ডে বর্জ্য ফেলে আগুন লাগিয়ে ইউপি সদস্যের পরিবেশ দূষণ, প্রশাসন জানেনা

সীতাকুণ্ডে বর্জ্য ফেলে আগুন লাগিয়ে ইউপি সদস্যের পরিবেশ দূষণ, প্রশাসন জানেনা
সীতাকুণ্ডে বর্জ্য ফেলে আগুন লাগিয়ে ইউপি সদস্যের পরিবেশ দূষণ, প্রশাসন জানেনা

কে এম মহিউদ্দীন , সীতাকুণ্ড ।।

বর্জ্য ফেলে আগুন লাগিয়ে পরিবেশ দূষণ করছেন ইউপি সদস্য শাহাবুদ্দিন সহ তার ভগ্নিপতি আলমগীর এবং বেসরকারি প্রতিষ্ঠান ইউনিটেক্স । সরকারি নীতিমালা না মেনে প্রশাসনকে ফাঁকি দিয়ে এসব অসাধু ব্যবসায়ী তা করে যাচ্ছেন ।  

সীতাকুণ্ড উপজেলায় শুকলালহাট এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে  পরাগ সিনেমার পাশে ইউনিটেক্স স্পিনিং লিমিটেড কেমিক্যালযুক্ত  তুলার বর্জ্য ফেলে পোঁড়ানোর সময় অতিরিক্ত ধোঁয়ার সৃষ্টি হয় যা পরিবেশের ক্ষতি সাধন সহ সাধারণ মানুষের বিভিন্ন রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছেন এলাকার সাধারণ জনগণ।

ইউপি সদস্য শাহাবুদ্দিন জানান আমি বর্জ্য ফেলতে নিষেধ করেছিলাম আমার কথা অমান্য করে ড্রাইভার টাকা খেয়ে বর্জ্যগুলো নিয়ে ফেলতেছে।ড্রাইভারকে জিজ্ঞেস করলে ড্রাইভার মোঃ শহিদুল আমাদেরকে জানান,আমি টাকার বিনিময়ে কাজ করি আমাকে যেখানে ফেলতে বলা হয় সেখানে আমি ফেলি।

ইউনিটেক্স স্পিনিং লিমিটেড এর এডিশ্যনাল ম্যানেজার দেবেন্দ্র চৌধুরী কে মুঠোফোনে যোগাযোগ করলে উক্ত বিষয়ে সে এই প্রতিবেদকের সাথে কথা বলতে অস্বীকৃতি জানান।

ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান সাদেক উল্লাহ মিয়াজীর কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, "এসব বিষয়ে আমি অবগত নই, এগুলো দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব।"

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চল-কার্যালয়ের উপ-পরিচালক ফেরদৌস আনোয়ার বলেন,  উক্ত ঘটনাটি আমাদের জানা নেই, আমরা বিষয়টি খতিয়ে দেখে সত্যতা যাচাই করে  প্রমাণ পেলে তাহাদের বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।

এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন বলেন, বিষয়টি সত্যতা খতিয়ে দেখে, উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দেন তিনি ।

খালেদ / পোস্টকার্ড ;