সীতাকুণ্ড পৌরসভা আওয়ামীলীগের বার্ষিক বনভোজন ২০২০ সম্পন্ন

সীতাকুণ্ড পৌরসভা আওয়ামীলীগের বার্ষিক বনভোজন ২০২০ সম্পন্ন
সীতাকুণ্ড পৌরসভা আওয়ামীলীগের বার্ষিক বনভোজন ২০২০ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,  সীতাকুণ্ড ।।

সীতাকুণ্ড পৌরসভা আওয়ামী লীগের আয়োজনে শনিবার ১৫ ফেব্রুয়ারি সীতাকুণ্ডের গুলিয়া খালি সমুদ্র সৈকতে বার্ষিক বনভোজন ২০২০ এবং মুজিব বর্ষ, ভাষা, স্বাধীনতা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৌর মেয়র ও পৌরসভা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলমের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল্লাহ আল বাঁকের ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক  এস এম আল মামুন ,উপজেলা মহিলা আওয়ামীলীগ এর সভানেত্রী সুরাইয়া বাকের সহ পৌরসভা,উপজেলা, জেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি আবদুল্লাহ আল বাঁকের ভুঁইয়া বলেন, বঙ্গবন্ধুর সৈনিকদের মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে হবে।  বঙ্গবন্ধুর প্রকৃত আদর্শের সৈনিক হতে হবে ।মুজিববর্ষে সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগ নানা কর্মসূচী হাতে নিচ্ছে। তা বাস্তবায়নে নেতাকর্মীদের আন্তরিক হতে হবে।

পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সামাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌরসভা ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর দিদারুল আলম এপোলো, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মফিজুর রহমান,আওয়ামী লীগ নেতা সাঈদ মিয়া,  মেজবাহ উদ্দিন চৌধুরী , উপজেলা ছাত্রলীগ এর আহ্বায়ক শায়েস্তা খান সাজু, মাকসুদ খান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে অন্যান্যদের  মাঝে উপস্থিত ছিলেন পৌর ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, পৌর আওয়ামীলীগের সাবেক ক্রীড়া সম্পাদক নাহিদ চৌধুরী, মুক্তিযুদ্ধ মঞ্চ উপজেলা ৭ নং সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ।