সীতাকুণ্ডে জাতীয় প্রতিবন্ধি দিবস পালিত

সীতাকুণ্ডে জাতীয় প্রতিবন্ধি দিবস পালিত
সীতাকুণ্ডে জাতীয় প্রতিবন্ধি দিবস পালিত

এম কে মনির , সীতাকুন্ড প্রতিনিধি ।।

২৮ তম আন্তর্জাতিক প্রতিবন্ধি দিবস  ও ২১ তম জাতীয় প্রতিবন্ধি দিবস উপলক্ষে সীতাকুন্ড উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে র‍্যালী, আলোচনা সভা ও অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ সকাল ১১ টায় উপজেলা পরিষদের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ডের সাংসদ আলহাজ্ব দিদারুল  আলম এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সীতাকুন্ড উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়ের সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেছা। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল এর বেইস ম্যানেজার আব্দুল গফুর,ইপসা'র কর্মী সঞ্জয় চৌধুরী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিল শৈলীর নির্বাহী মো:নাছির উদ্দীন অনিক,মণিষার প্রধান নির্বাহী আজমল হোসেন হিরু,সীতাকুন্ড যুব উন্নয়ন ফাউন্ডেশন এর সভাপতি এম কে মনির,প্রত্যয় কোচিং সেন্টারের পরিচালক ফাররহান সিদ্দিক নাঈম,বারামখানার সভাপতি নাহিদ চৌধুরী, মানবকল্যাণ সংস্থা এর নির্বাহী আলতাফ হোসেন,প্রতিবন্ধি উন্নয়ন ফোরামের সভাপতি জয়নাল আবেদীন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন প্রতিবন্ধিরা সমাজের বোঝা নয়।প্রতিবন্ধিদের অবহেলা না করে সহযোগীতা করা প্রয়োজন।আমরা সকলে প্রতিবন্ধির সাথে ভালো আচরণ করা উচিত এবং প্রতিবন্ধিদের সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়ন কর্মকান্ডে অগ্রাধিকার দেওয়া উচিত।এসময় বক্তারা পৃথিবীর বিভিন্ন দেশের সফল প্রতিবন্ধিদের গল্প তুলে ধরে প্রতিবন্ধিদের উৎসাহ যোগান।

অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে অগ্রদূত, মণিষা, মানবকল্যাণ সংস্থা, হাসনাবাদ, কাকলীসহ মোট ৭টি সামাজিক ও মানবিক সংগঠনকে ১৭৫০০ টাকা মূল্যের অনুদানের  চেক প্রদান করা হয়।প্রতিবন্ধি দিবসে ইপসা 'র পক্ষ থেকে প্রতিবন্ধিদের ২টি হুইল চেয়ার ও ১টি প্রতিবন্ধি সহায়ক যন্ত্র প্রদান করা হয়।এতে হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে প্রতিবন্ধিদের মাঝে ৪টি হেয়ারিং মেশিন ও যাতায়াত ভাতা প্রদান করা হয়।

এছাড়াও হ্যান্ডিক্যাপের পক্ষ থেকে কর্মদক্ষতায় সফল ৫ জন প্রতিবন্ধিকে সম্মাননা স্মারক ক্রেট প্রদান করা হয়। অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্ত প্রতিবন্ধিরা হলেন ১.শাহনারা ২.শফিক চৌধুরী ৩.প্রদীপ জলদাস ৪.ফারজানা আক্তার ৫.মো:নুরুন্নবী।

সীতাকুণ্ডে অনুষ্ঠিত ২১ তম জাতীয় প্রতিবন্ধি দিবসের পৃষ্ঠপোষকতা করেন প্রতিবন্ধিদের জন্য নিবেদিত সংগঠন হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল।