সীতাকুণ্ডে ছড়া ভরাট করে স্থাপনা নির্মাণ, জলাবদ্ধতার আশঙ্কায় পাঁচ গ্রাম

সীতাকুণ্ডে ছড়া ভরাট করে স্থাপনা নির্মাণ, জলাবদ্ধতার আশঙ্কায় পাঁচ গ্রাম
সীতাকুণ্ডে ছড়া ভরাট করে স্থাপনা নির্মাণ, জলাবদ্ধতার আশঙ্কায় পাঁচ গ্রাম

বিশেষ প্রতিবেদক, পোস্টকার্ড ।।

সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে লালবেগ কানিছড়া ভরাট করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। সরেজমিনে দেখা যায়, ছড়ায় লোহার পাইপ দিয়ে বাঁধ দেওয়া হয়েছে। বাঁধের ভেতরে ফেলা হচ্ছে স্ক্র্যাপ জাহাজের আবর্জনা। ছড়াটি ভরাটের ফলে ইউনিয়নের পাঁচটি গ্রামে জলাবদ্ধতার আশঙ্কা করছেন স্থানীয়রা। কারণ ভরাটের ফলে পরিবর্তন হতে পারে ছড়াটির গতিপথ।

স্থানীয়রা জানান, কেশবপুর পাহাড় থেকে নেমে আসা লালবেগ কানিছড়া প্রায় দুই কিলোমিটার দীর্ঘ। ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পূর্বপাশ দিয়ে ছড়াটি মিলিত হয়েছে স্থানীয় ইছামতি খালে। বর্ষা মৌসুমে ছড়া দিয়ে ইউনিয়নের পাঁচ গ্রামের পানি বঙ্গোপসাগরে গিয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা ইসমাইল ও নুরউদ্দিন বলেন, কয়েকজন ভূমিদস্যু ছড়াটি ভরাট করে স্থাপনা নির্মাণের চেষ্টা করছে। কয়েক বছর আগেও ছড়া ভরাটের চেষ্টা করেছিল। কিন্তু তারা ব্যর্থ হয়। এখন আবার ভরাট করছে। স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের কথাও শুনছে না তারা। এদিকে ভরাটের স্বীকার করেছেন পুরোনো লোহার ব্যবসায়ী অভিযুক্ত নেজাম উদ্দিন বেলাল। তিনি বলেন, ছড়ার পাশে স্ক্র্যাপ জাহাজের কিছু মালামাল রাখার জন্য অংশ বিশেষ ভরাট করেছি। তবে ছড়া সম্পূর্ণ ভরাট করা হয়নি। পানি চলাচলে কোনো সমস্যা হবে না। এ ব্যাপারে স্থানীয় মেম্বার জহুরুল আলম বলেন, সরকারি এই ছড়া ভরাট বন্ধে তাকে নোটিশ দেওয়া হবে। ইতিপূর্বে ছড়া ভরাট বন্ধে তাদের তাগাদা দেওয়া হয়েছিল।