সীতাকুণ্ডে গভীর রাতে প্রাইভেট কারে দাহ্য ঢেলে আগুন, সিসি ফুটেজ দেখে মামলা

সীতাকুণ্ডে গভীর রাতে প্রাইভেট কারে দাহ্য ঢেলে আগুন, সিসি ফুটেজ দেখে মামলা
সীতাকুণ্ডে গভীর রাতে প্রাইভেট কারে দাহ্য ঢেলে আগুন, সিসি ফুটেজ দেখে মামলা

পোস্টকার্ড নিউজ ।।

সীতাকুণ্ডে গভীর রাতে ব্যবসা প্রতিষ্ঠানে রাখা ব্যবহারের একটি প্রাইভেট কারে দাহ্য পদার্থ ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সিসি ক্যামেরা দেখে নিশ্চিত হওয়ার পর সন্দেহভাজনের নাম উল্লেখ করে শুক্রবার বিকেলে থানায় মামলা করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বানুরবাজারস্থ ইমামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে।

জানা যায়, বুধবার রাতে ১টা ৫১ মিনিটের সময় ব্যবসা প্রতিষ্ঠানে রাখা প্রাইভেট কারটিতে হঠাৎ আগুন লাগে। আগুনের লেলিহান শিখা দেখে এলাকার অনেক মানুষ ঘটনাস্থলে এসে আগুন নিভানোর চেষ্টা করে। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুনে প্রাইভেট কারটি সম্পূর্ণ পুড়ে যায়। আগুন লাগার বিষয়ে সবাই ধারণা করেছিলো যান্ত্রিক ত্রুটির কারণে বা প্রাইভেট কারটিতে থাকা ব্যাটারি থেকে হয়ত আগুনের সূত্রপাত হয়েছে। বৃহস্পতিবার ওই ব্যবসা প্রতিষ্ঠানে থাকা সিসি ক্যামেরা দেখে নিশ্চিত হওয়া যায় যে ব্যবসা প্রতিষ্ঠানের পাশের দেয়ালে থাকা ছিদ্র দিয়ে দুর্বৃত্তরা দাহ্য পদার্থ ঢেলে আগুন লাগিয়ে দেয় প্রাইভেট কারটিতে।

ব্যবসা প্রতিষ্ঠানের মালিক সোলাইমান বলেন, সিসি ক্যামেরার ভিডিওতে দেখে দেখা যায়, দোকানের উত্তর পাশের দেয়ালে একটি ছোট ছিদ্র রয়েছে যা এক টুকরো ইট দিয়ে ঢাকা ছিল। বুধবার রাত ১টা ৩৫ মিনিটের সময় একজন দুর্বৃত্ত ইটের টুকরোটি হাত দিয়ে সরিয়ে হাত ঢুকিয়ে দাহ্য পদার্থ ঢেলে কারে আগুন লাগানোর চেষ্টা করে। প্রথমবার সফল না হলেও দ্বিতীয় চেষ্টায় প্রতিষ্ঠানে থাকা জি করোলা-২০০৪ মডেলের কারটিতে আগুন ধরে যায়। যে দাহ্য পদার্থ ঢেলে আগুন দিয়েছে তার হাতেও আগুন লাগতে দেখা গেছে ভিডিওতে। এ ঘটনায় সন্দেহভাজন দুর্বৃত্তের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দেন ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ সোলাইমান।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় থানায় শুক্রবার মামলা রেকর্ড হয়েছে। যারা ঘটনার সাথে জড়িত তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।

খালেদ / পোস্টকার্ড ;