সীতাকুণ্ড এসিল্যান্ড প্রত্যাহার

সীতাকুণ্ড এসিল্যান্ড প্রত্যাহার
সীতাকুণ্ড এসিল্যান্ড সৈয়দ মাহবুবুল হককে প্রত্যাহার
সীতাকুণ্ড এসিল্যান্ড প্রত্যাহার

সীতাকুণ্ড প্রতিনিধি ।।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হককে বদলী করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার সময় সৈয়দ মাহবুবুল হককে সীতাকুণ্ড থেকে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়। তাকে আগামি ১৬ মার্চের মধ্যে বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করতে বলা হয়েছে।

প্রশাসনের ওয়েবসাইটের তথ্য অনুসারে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন ১ শাখার নির্দেশে সহকারী ভূমি কমিশনার সৈয়দ মাহবুবুল হককে প্রত্যাহার করা হয়।

জানা গেছে, গত মঙ্গলবার (১০ মার্চ) বিকাল পাঁচটায় অপ্রীতিকর অবস্থায় প্রেমিক যুগলকে গুলিয়াখালী সমুদ্র সৈকতে দেখে এলাকাবাসী খবর দিলে সৈয়দ মাহবুবুল হক অভিযানে যান। উক্ত ঘটনায় মঙ্গলবার বিকাল ৫ টায় গুলিয়াখালী বীচে অভিযান পরিচলনা করে কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের আটক করা হয় এবং পরে মুচলেখা নিয়ে ছেড়ে দেয়া হয়। এ সময় বীচে অবৈধ তাবু টাঙিয়ে ব্যবসা পরিচালনার দায়ে স্থানীয় এক ব্যাক্তিকে দেড় হাজার টাকা জরিমানা শেষে তাবুগুলোকে উদ্ধার করেন নিবার্হী ম্যাজিস্ট্রেট মাহবুব আলম।।

এলাকাবাসী এসিল্যান্ডের এই অভিযানকে স্বাগত জানালেও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হকের বদলী হয়েছে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করার নামে সমুদ্র সৈকতে তাঁবুতে চলছিল অসামাজিক কর্মকান্ড। স্কুল-কলেজ ফাঁকি দিয়ে এহেন কর্মকাণ্ডে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন পরিবেশ সচেতন ব্যক্তিরা। পরে ঐ ঘটনা তদন্তে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ইলিয়াস হোসেন। ওই কমিটির একমাত্র সদস্য হলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এজেডএম শরীফ হোসেন। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায় বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে আজ সৈয়দ মাহবুবুল হককে সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে অবমুক্ত করা হয়েছে। অবমুক্তির কারণ জানতে চাইলে তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় জনস্বার্থে বদলির আদেশ জারি করেছে। এটি মন্ত্রণালয়ের নিয়মিত বদলির আদেশ।