সীতাকুণ্ডে আগুনে ১১ বসতঘর পুড়ে ছাই

সীতাকুণ্ডে আগুনে ১১ বসতঘর পুড়ে ছাই
সীতাকুণ্ডে আগুনে ১১ বসতঘর পুড়ে ছাই

পোস্টকার্ড ডেস্ক ।।

সীতাকুণ্ডে প্রায় দেড় ঘণ্টার এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সেই সাথে পুড়ে গেছে বসতঘরে থাকা নগদ টাকা এবং মালপত্র। এতে আগুনের ভয়াবহতায় সব হারিয়ে নিঃস্ব হয়েছে বসবাস করা ১১ পরিবার।

গতকাল (রবিবার) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার পৌরসদরস্থ ইদিলপুর এলাকার ভূঁইয়া বাড়ি সংলগ্ন এডভোকেট সরোয়ারের কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা জানান, দুপুরে রিকশাচালক রুহুল আমিনের রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের ভয়াবহ দাবানল কলোনির সবকয়েকটি বসতঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ফায়ার সার্ভিসে খবর দিলেও তারা সময়ক্ষেপণ করে ঘটনাস্থলে আসে বলে ক্ষতিগ্রস্তদের অভিযোগ। কলোনির সবগুলো বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। সেই সাথে পুড়ে যায় বসতঘরের সমস্ত মালামাল ও নগদ টাকা। এতে দশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্তরা।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. নুরুল আলম দুলাল বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। তবে আগুনের লেলিহান শিখায় কলোনির ১১টি বসতঘর পুড়ে চার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। আবেদনের প্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে পুনরায় ঘর নির্মাণে টিন ও অর্থসহায়তা দেওয়া হবে বলে জানান তিনি।

খালেদ / পোস্টকার্ড;