শিশুপার্কের ইজারার মেয়াদ না বাড়াতে চট্টগ্রামের বিভিন্ন সংগঠন সোচ্চার

শিশুপার্কের ইজারার মেয়াদ না বাড়াতে চট্টগ্রামের বিভিন্ন সংগঠন সোচ্চার

পোস্টকার্ড প্রতিবেদক ।।

নগরীর পুরনো সার্কিট হাউসের সামনের চত্বরটি একসময় ছিল সবুজ উদ্যান। ঘাসের সবুজ গালিচায় মোড়ানো চত্বরটি ছিল নির্মল পরিবেশে মানুষের সময় কাটানোর এক আদর্শ স্থান। ১৯৯৪ সালে বিএনপি সরকারের আমলে তৎকালীন মেয়র মীর মোহাম্মদ নাছির উদ্দীন উদ্যানটি ২৫ বছরের জন্য লিজ দিয়ে দেন ভায়া মিডিয়া সার্ভিসেস নামের একটি প্রতিষ্ঠানকে।  তারা সবুজ উদ্যানে গড়ে তোলে জিয়া শিশুপার্ক নামে ইট- কংক্রিটের স্থাপনা।

অথচ এই উদ্যানেই সূচনা হয়েছিল দেশের প্রথম মুক্তিযুদ্ধের বিজয়মেলা। এই চত্বরেই হতো মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ। এটি বন্ধ করতেই সেখানে শিশুপার্ক গড়ে তোলার অভিযোগ তখন উঠেছিল। কিন্তু দীর্ঘ ২৫টি বছর পার্কটি সেখানে ব্যবসা করে গেল।

চট্টগ্রাম সার্কিট হাউসের সামনে শিশুপার্কের মেয়াদ আর না বাড়াতে সোচ্চার আওয়াজ উঠছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও পরিবেশবাদী সংগঠনের পক্ষ থেকে।  সিটি করপোরেশন এরই মধ্যে এই পার্কের ইজারার মেয়াদ আরও ১৫ বছর বাড়িয়ে চুক্তি নবায়ন করায় তা বাতিলেরও দাবি উঠেছে।

২৭ নভেম্বর তাদের ইজারা মেয়াদ শেষ হয়েছে।  দাবি উঠেছিল আর ইজারা মেয়াদ না বাড়িয়ে সেখানে ফিরিয়ে আনা হোক পূর্বের নান্দনিক সবুজ উদ্যান। কিন্তু নগরবাসী হতাশ হলো যখন জানতে পারল চট্টগ্রাম সিটি করপোরেশন আগেই ইজারা মেয়াদ আরও ১৫ বছরের জন্য বাড়িয়ে একই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি নবায়ন করেছে। বিভিন্ন মহলের সমালোচনার জবাবে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, জায়গাটির মূল মালিক প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের শর্তের মধ্যে উল্লেখ রয়েছে এই জায়গায় শিশুপার্ক ছাড়া আর কিছু করা যাবে না। সে কারণেই শিশুপার্কের সঙ্গে চুক্তি নবায়ন করা হয়েছে।

নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন এই নবায়ন চুক্তি বাতিল করার জন্য সিটি মেয়রের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, পুরনো সার্কিট হাউস একটি অনন্য ঐতিহ্য। এর সামনের সবুজ চত্বরটিও সেই ঐতিহ্যেরই অংশ। এখানে মুক্তিযুদ্ধের বিজয়মেলা বন্ধ করতে বিএনপির মনোনীত মেয়র মীর নাছির হীন রাজনৈতিক উদ্দেশ্যে ১৯৯৪ সালে জায়গাটি লিজ দিয়ে গড়ে তুলেছিলেন জিয়া শিশুপার্ক। ২৫ বছর মেয়াদ শেষে এটি আবার সবুজ চত্বরে রূপান্তরিত হবে এমন আশা ছিল চট্টগ্রামবাসীর। কিন্তু ফের তাদের মেয়াদ ১৫ বছর বাড়ানোর সংবাদে সবার মতো আমিও হতাশ এবং আশাহত। আশা করছি মেয়র নবায়ন চুক্তিটি বাতিল করে মানুষের আশা-আকাক্সক্ষার প্রতি সংহতি প্রকাশকরবেন।

সিপিবি চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক অশোক সাহা সার্কিট হাউসের সামনের জায়গায় আগের সবুজ উদ্যান ফিরিয়ে আনার দাবি জানিয়ে বলেছেন, এটি একটি ঐতিহাসিক স্থান। এখানে মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি জড়িত। তাই শিশুপার্ককে নতুন করে স্থানটি লিজ না দিয়ে এটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক। প্রয়োজনে শিশুপার্ক সরিয়ে নেওয়া হোক অন্য কোথাও খালি জায়গায়।