শ্বশুর বাড়ি নববধূ গেল মোটরসাইকেলে চড়ে !

শ্বশুর বাড়ি নববধূ গেল মোটরসাইকেলে চড়ে !

যানজট ও দুর্ভোগ এড়াতে পটিয়া পৌর সদরের একটি কমিউনিটি সেন্টার থেকে নববধূ শ্বশুর বাড়িতে গেল বরের পেছনে মোটরসাইকেলে চড়ে। পৌর সদরের বিভিন্ন রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের কারণে শনিবার দুপুরে বিয়ে শেষে বর সাইফুল ইসলাম টিপু ও নববধূ মোছাম্মৎ রূপা প্রাইভেট কার বাদ দিয়ে মোটরসাইকেলে চেপে বাড়ি ফিরেছেন। বিয়ে উপলক্ষে বর ও কনে পক্ষের লোকজনকে আপ্যায়ন শেষে বিকেল ৪টার দিকে বর মো. সাইফুল ইসলাম টিপু তার ব্যক্তিগত মোটরসাইকেল নিয়েই নববধূকে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে নিয়ে যান। জানা গেছে, পটিয়া উপজেলার দক্ষিণ হাইদগাঁও গ্রামের চেয়ারম্যান মহিউদ্দিনের বাড়ির জাফর আহমদের কন্যা মোছাম্মৎ রূপার সঙ্গে পটিয়া পৌরসভার

গোবিন্দারখীল গ্রামের যুবলীগ নেতা সাইফুল ইসলাম টিপু সঙ্গে গতকাল শনিবার দুপুরে বিয়ে হয়। কনের বাড়ি হাইদগাঁও বিওসি রোড এলাকা হয়ে যেতে হয় এবং বরের বাড়ি ছবুর রোড, ক্লাব রোড, স্টেশন রোড এলাকা হয়ে যেত হয়। কিন্তু

এসব রোড ও আশপাশের কয়েকটি ড্রেন নির্মাণ কাজ চলছে। ঠিকাদারের ধীরগতির কারণে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ বেশ কিছুদিন ধরে বন্ধ রয়েছে। যার কারণে মানুষের দুর্ভোগ চরমভাবে আকার ধারণ করেছে। নববধূকে নিতে প্রাইভেট কার ভাড়া করা হয়। কিন্তু যানজট ও দুর্ভোগের কারণে রাস্তায় নববধূকে আটকে পড়ার আশংকায় বর টিপু প্রাইভেট কার বাদ দিয়ে মোটরসাইকেলে করে বাড়িতে যান। মূলত পটিয়া শহরের কয়েকটি রাস্তা ও ড্রেন নির্মাণের কাজ চলছে। এসব রাস্তায় নিত্যদিন যানজট ও দুর্ভোগ রয়েছে। দুর্ভোগ ও যানজট এড়াতে বর টিপু তার নববধূকে প্রাইভেট কার বাদ দিয়ে মোটরসাইকেলে নিয়ে বাড়ি ফিরেন। নববধূকে মোটরসাইকেলে নিয়ে বাড়ি যাওয়ার দৃশ্য উপস্থিত লোকজন কৌতুহল করে ছবি তুলেন।

পটিয়া উপজেলা যুবলীগের আহবায়ক ও প্রত্যক্ষদর্শী হাসান উল্লাহ জানিয়েছেন, বিয়ে অনুষ্ঠানে বর টিপু নিজেই শ্বশুর বাড়ি থেকে একটি প্রাইভেট কারে করে কমিউনিটি সেন্টারে নিয়ে আসেন। বিয়ে অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর বিকেল ৪টার দিকে প্রাইভেট কার বাদ দিয়ে মোটরসাইকেলের পেছনে করে নববধূকে নিয়ে ঘরে ফিরেন বর টিপু। নববধূকে মোটরসাইকেলে নিয়ে যাওয়ার বিষয়টি উপস্থিত ক্ষেত্রে কৌতুহল সৃষ্টি হয়েছে।