শেখ মো. আবুল কালাম আজাদ চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যান

শেখ মো. আবুল কালাম আজাদ চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যান
শেখ মো. আবুল কালাম আজাদ চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক ।।

রিয়ার অ্যাডমিরাল শেখ মো. আবুল কালাম আজাদকে চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারীকৃত এক আদেশে নৌবাহিনীর এ কর্মকর্তাকে নিয়োগ দেয়ার কথা জানানো হয়। এর আগে তিনি মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

আদেশে বলা হয়, রিয়ার অ্যাডমিরাল শেখ মো. আবুল কালাম আজাদ চট্টগ্রাম বন্দরের বর্তমান চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজের স্থলাভিষিক্ত হবেন। এছাড়া একই আদেশে রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজকে সশস্ত্র বাহিনী বিভাগের অধীন বাংলাদেশ নৌবাহিনীতে ফিরিয়ে নেয়া হয়েছে।

নিয়োগ পাওয়ার বিষয়ে রিয়ার অ্যাডমিরাল শেখ মো. আবুল কালাম আজাদ বলেন, পৃথিবীর ব্যস্ততম সমুদ্রবন্দরগুলোর তালিকায় বাংলাদেশে সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ হিসেবে স্বীকৃত চট্টগ্রাম বন্দর। ব্যস্ততা বৃদ্ধির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দরের সক্ষমতাও বাড়াতে মনোযোগী হতে হবে আমাদের। এ বন্দরের সম্ভাবনার সবটুকু কাজে লাগিয়ে কীভাবে  দেশের চলমান অর্থনৈতিক অগ্রযাত্রায় আরো ভালো অবদান রাখা যায় তা-ই হবে আমার প্রধান লক্ষ্য।