শিক্ষা-সাহিত্য ও সংস্কৃতিতে গৌরবময় ভূমিকা রেখে চলেছে চট্টগ্রাম একাডেমি -ড. আনোয়ারা আলম

শিক্ষা-সাহিত্য ও সংস্কৃতিতে গৌরবময় ভূমিকা রেখে চলেছে চট্টগ্রাম একাডেমি -ড. আনোয়ারা আলম
শিক্ষা-সাহিত্য ও সংস্কৃতিতে গৌরবময় ভূমিকা রেখে চলেছে চট্টগ্রাম একাডেমি -ড. আনোয়ারা আলম

পোস্টকার্ড ডেস্ক ।।

চট্টগ্রাম একাডেমির বাইশতম বার্ষিক সাধারণ সভায় একাডেমির পরিচালক ড. আনোয়ারা আলম বলেছেন, আমরা বৈশ্বিক মহাদুর্যোগ পেরিয়ে এসেছি। কোভিড মহামারীর মতো বাধা পেরিয়ে এসে চট্টগ্রাম একাডেমি নানান কার্যক্রম উদযাপনের মধ্য দিয়ে এগিয়ে চলেছে। এ প্রতিষ্ঠান শিক্ষা–সাহিত্য–সংস্কৃতিতে গৌরবময় ভূমিকা রেখে চলেছে।

তিনি মানুষকে ভালোবাসার কথা উল্লেখ করে আরও বলেন, আমরা মানুষকে ভালোবাসি। আমরা একে অপরের পরিপূরক হয়ে ঐক্যবদ্ধভাবে মানবকল্যাণে কাজ করে যাব। লেখক–সাহিত্যিকদের কাজই হচ্ছে মানুষকে ভালোবাসা এবং মানবপ্রকৃতির নান্দনিক দিকগুলো মানবসমাজের কাছে সৃষ্টির মাধ্যমে তুলে ধরা। বর্তমান প্রজন্ম বিভিন্ন প্রযুক্তিতে বুঁদ। এদের তারুণ্যকে রক্ষার জন্য চাই সাহিত্য–সংস্কৃতির নবজাগরণ। সৃজনশীলতা যত বাড়বে ততই বাংলার সাহিত্য, ইতিহাস, ঐতিহ্য সমৃদ্ধ হবে।

রোববার চট্টগ্রাম একাডেমি ফয়েজ নুরনাহার মিলনায়তনে তিনি সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। একাডেমির প্রতিষ্ঠাতা সংগঠক সাংবাদিক রাশেদ রউফের সঞ্চালনায় অনুষ্ঠানে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন একাডেমির মহাপরিচালক আমিনুর রশীদ কাদেরী।

অতিথি বক্তব্য রাখেন ই–লার্নিং বিশেষজ্ঞ ড. বদরুল হুদা খান।  তিনি বলেন, শিক্ষা, সংস্কৃতি ও সাহিত্য, ব্যবসা বাণিজ্যসহ প্রায় সব কিছুতেই চট্টগ্রামের অবদান অনস্বীকার্য। এখানকার সৃজনশীলতা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এ জন্য আমি চট্টগ্রামকে নিয়ে গর্ববোধ করি। চট্টগ্রামকে আরো ব্যাপকভাবে তুলে ধরার জন্য একযোগে যে যার অবস্থান থেকে কাজ করতে হবে। চট্টগ্রাম একাডেমি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এ সময় উপস্থিত ছিলেন একাডেমির সাবেক মহাপরিচালক অরুণ শীল, জিন্নাহ চৌধুরী, দীপক বড়ুয়া, বিপুল বড়ুয়া, জাহাঙ্গীর মিঞা, সৈয়দা রিফাত আক্তার নিশু, মুহাম্মদ নোমান লিটন, শারুদ নিজাম, মিলন বনিক, অধ্যাপক মৃণালিনী চক্রবর্তী, এস এম মোখলেসুর রহমান, অধ্যাপক গোফরান উদ্দীন টিটু, অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তী।

অনুষ্ঠানে অধ্যাপক ববি বড়ুয়া, কাসেম আলী রানা, জান্নাতুল ফেরদৌস, জীবন সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।সভায় আগামী বছর একাডেমির সদস্যদের সন্তানদের নিয়ে অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

খালেদ / পোস্টকার্ড ;